1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রথম প্রেমিকা ক্যান্সারে মারা যান: বিবেক ওবেরয়

১৬ মার্চ ২০১০

তাঁর বয়স তখন ১৩, আর বিবেকের ১৮৷ বলিউড নায়ক তখনো হননি৷ তবুও বাল্যকালেই মন দিয়েছিলেন এক বালিকাকে৷ বলছি বিবেকের ছোটবেলার প্রেমিকার কথা৷ যিনি মারা গেছেন ক্যান্সারে৷

https://p.dw.com/p/MU3R
বিবেক ওবেরয় (ফাইল ফটো)ছবি: AP

হালে বলিউড তারকাদের মাঝে টুইটারে মনের বার্তা পাঠানোর হার বেড়েছে৷ সেই তালিকায় আছেন বিবেক ওবেরয়ও৷ ছেলেবেলার প্রিয়তমার কথা তিনি টুইটারে জানিয়েছেন এভাবে, আমি যখন মাত্র ১৮ পার করেছি, তখনই প্রথম প্রেমিকাকে হারাই৷ আবার ছোট্টবেলার প্রেমিকা ১৩ বছর বয়সেই ক্যান্সারে মারা যান৷

টুইটার বার্তায় সেই প্রেমিকার নামধাম কিছুই প্রকাশ করেননি বিবেক৷ তবে জানিয়েছেন, এরপর থেকেই ক্যান্সার রোগীদের জন্য কাজ করার ইচ্ছা ছিল তাঁর৷ গত আট বছর ধরে করেছেনও তা৷ আর তাই ক্যান্সার পেশেন্ট এইড এসোসিয়েশন বা সিপিএএ-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে গর্বিত তিনি৷

বিবেক জানান, আমি যখনই সিপিএএকে সাহায্য করি কিংবা রোজ ডে বা নিজের জন্মদিনে অসুস্থ শিশুদের সঙ্গে সময় কাটাই তখন মনে হয় আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি৷

টুইটার থেকে আরো জানা গেছে, ক্যান্সার রোগীদের সাহায্যে সম্প্রতি নাকি এক ফ্যাশন শোতে অংশ নেন ওবেরয়৷ বিবেকের কথায়, আমি যখন আমার ছোট্ট প্রেমিকাকে হারাই তখন অনেকটাই বিষন্ন হয়ে গিয়েছিলাম৷ কিন্তু যখন চিকিৎসা কিংবা ওষুধ কিনতে অক্ষম কাউকে সাহায্য করতে পারি তখন মনে হয়, তাদের হাসির মাঝেই বেঁচে আছে সে৷

ভালাবাসা হারানোর কষ্ট কমানোর এই পথ নাকি মায়ের কাছে থেকেই শিখেছেন বিবেক৷ মানুষের বেদনা আর দুর্ভাগ্য কাটাতে তাই চেষ্টা করে যাচ্ছেন তিনি৷

প্রসঙ্গত, বিবেকের অভিনীত ছবি ‘প্রিন্স' এখন মুক্তির প্রতীক্ষায়৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক