1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রথম দিনেই মাত করলো অ্যাপল এর নতুন আইপ্যাড

৫ এপ্রিল ২০১০

বিখ্যাত কোম্পানি অ্যাপল এর নতুন আইপ্যাড বাজারে আসার প্রথমদিনেই ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েছে বিক্রয় কেন্দ্রে৷ প্রযুক্তিবিদরা মনে করছেন ল্যাপটপের দিন বোধ হয় শেষ হয়ে এল৷

https://p.dw.com/p/Mmph
ল্যাপটপের জায়গা দখল করতে যাচ্ছে আইপ্যাডছবি: AP

অ্যাপল এর নতুন আইপ্যাড আসার ঘোষণা গত জানুয়ারি মাসে দিয়েছিলেন কোম্পানির প্রধান নির্বাহী স্টিভ জবস৷ তখনই তিনি মন্তব্য করেছিলেন প্রযুক্তির ক্ষেত্রে বিপ্লব আনতে যাচ্ছে এই আইপ্যাড৷ শনিবার যুক্তরাষ্ট্রে প্রথম আইপ্যাড ক্রেতাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়৷ আর শুরু থেকেই আগ্রহী ক্রেতারা উন্মুখ হয়ে উঠেছে নতুন এই পন্যটিকে নিজের করে নিতে৷ ম্যানহাটানের বিক্রয় কেন্দ্রটি যখন স্থানীয় সময় সকাল নয়টায় খোলা হয় তখনই সেখানে পাঁচ শতাধিক ক্রেতার দীর্ঘ সারি৷ যদিও অনলাইনে অর্ডার দেওয়ার সুযোগ রেখেছিলেন অ্যাপেল কর্তৃপক্ষ৷ কিন্তু একদিন আগে থেকেই অনেকে বিক্রয় কেন্দ্রগুলোর সামনে অবস্থান শুরু করে৷ প্রযুক্তি প্রেমিক মার্কিন নাগরিকদের কাছে এখন একটি আইপ্যাড অতি আকাঙ্খিত৷ প্রতিটি আইপ্যাডের দাম পড়ছে ৪৯৯ থেকে ৮২৯ ডলার পর্যন্ত৷

Vor Apple in NYC warten Fans am Vorabend des Verkaufs bereits auf den Tablet-Computer
দোকান খোলার অনেক আগেই ক্রেতারা লাইনে দাড়িয়ে গেছেনছবি: picture alliance/landov

কী আছে এই আইপ্যাডে? তার চেয়ে বলা ভালো কী নেই এই আইপ্যাডে৷ নাম দেওয়া হয়েছে আইপ্যাড ট্যাবলেট কম্পিউটার৷ অর্থাৎ ল্যাপটপের জায়গা নিতে যাচ্ছে এই ৯.৭ ইঞ্চি টাচ স্ক্রিন ডিভাইস৷ আইপড টাচ এরপর আইফোন তারপর সর্বশেষ সংস্করণ আইপ্যাড৷ এতে রয়েছে গান শোনা, ভিডিও দেখা, গেমস খেলা, ইন্টারনেট ব্রাউজ করা ও ই-বুক পড়ার সকল সুবিধা৷ আইপড ও আইফোনের দেড় লাখ অ্যাপ্লিকেশনের প্রায় সবগুলোই রয়েছে এতে৷ এছাড়া থাকছে ওয়ারলেস ওয়াইফাই ইন্টারনেট কানেশন সুবিধা, যা প্রথমদিন থেকেই ক্রেতারা পাচ্ছে৷ এই মাসের শেষে যোগ হচ্ছে থ্রিজি সেলুলার নেট কানেকশন সুবিধা৷ অর্থাৎ মোবাইল ফোন এবং ল্যাপটপ, দুই এরই পুরো কাজ দেবে নতুন এই আইপ্যাড৷ বিশ্বের নামকরা সংবাদমাধ্যমগুলো বলছে, নতুন এই আইপ্যাড গোটা বিশ্বের প্রযুক্তির চেহারাই বদলে দেবে৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়