1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতি বছর ভারতে ম্যালেরিয়ায় মারা যাচ্ছে ২ লক্ষাধিক মানুষ

২১ অক্টোবর ২০১০

ফি বছর ভারতে ম্যালেরিয়ায় মৃত্যুর সংখ্যা বাড়ছে৷ জাতিসংঘের করা হিসাবের চেয়ে এই সংখ্যা ১৩ গুণ বেশি৷ নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে, বছরে এই রোগে সেখানে প্রাণ হারাচ্ছে ২ লক্ষাধিক মানুষ৷

https://p.dw.com/p/PjnZ
ছবি: picture-alliance /dpa

চিকিৎসা সাময়িকী দ্য ল্যানসেট অনলাইনে এই প্রতিবেদন প্রকাশ করেছে৷ তারা ভারতের মাঠ পর্যায়ে চালানো গবেষণার ফলাফলেই জানিয়েছে নতুন এই তথ্য৷

ম্যালেরিয়া পৃথিবীজুড়ে একটি ঘাতকরোগ হিসেবে পরিচিত৷ প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ এ রোগে প্রাণ হারাচ্ছে৷ আর ৮৫ ভাগ মৃত ব্যক্তিই হলো পাঁচ বছরের নিচের শিশু৷ এ রোগ যদিও আফ্রিকা মহাদেশের প্রধান রোগ, তবুও এখনো এশিয়া ও ল্যাটিন আমেরিকার বড় অংশ জুড়ে বিস্তার এটির৷

জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও'র তথ্য অনুসারে, পৃথিবীর ১০৯টি দেশের কোটি কোটি মানুষ রয়েছে ম্যালেরিয়ার ঝুঁকিতে৷ ম্যালেরিয়ার পেছনে রয়েছে ‘প্লাজমোডিয়াম' নামে এক পরজীবী; ম্যালেরিয়া আক্রান্ত লোকের রক্ত যখন শুষে নেয় স্ত্রী অ্যানোফিলিশ মশা, আর সেই মশা যখন অন্য লোককে কামড়ায়, তখন ওই পরজীবী স্থানান্তরিত হয় সুস্থ মানুষের দেহে, এভাবে ঘটে ম্যালেরিয়ার আক্রমণ৷ এই পরজীবী প্রথম পরিচিত হয়ে ওঠে বিজ্ঞানীদের কাছে ১৮৮০ সালে৷

Infografik Weltweite Verbreitung von Malaria 2009 Englisch

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক হিসাবে দেখা যায় ভারতে ফি বছর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা ১৫ হাজার৷ এর মধ্যে ৫ হাজারই শিশু৷ কিন্তু এই হিসাবকে যথাযথ তথ্যবহুল নয় বলেই মনে করছে দ্য ল্যানসেট৷ তারা বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে হিসাব দিয়েছে, তা কেবল সেই সমস্ত রোগীর উপর ভিত্তি করে, যারা চিকিৎসকের কাছে যাবার সুযোগ পেয়েছে, ল্যাবরেটরিতে যাদের রক্ত পরীক্ষা করা হয়েছে৷ কিন্তু চিকিৎসার সুযোগ বঞ্চিত লক্ষ লক্ষ মানুষ রয়েছে ভারতে; যারা ম্যালেরিয়ায় আক্রান্ত হবার পর কোন চিকিৎসা নেবার সুযোগই পান না৷ ভারতের বিভিন্ন প্রত্যন্ত এলাকার মাঠ পর্যায়ে এই সংস্থার প্রতিনিধিরা খোঁজ-খবর নিয়ে, ব্যাপক গবেষণা করে এই তথ্য উদঘাটন করেছে বলেই দাবি তাদের৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক