1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতিবাদের মুখে ৪ বিচারপতিকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

৪ নভেম্বর ২০১০

নবনিযুক্ত চার বিচারপতিকে শপথ পড়ানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট এলাকা উত্তপ্ত হয়ে ওঠে৷ বিভিন্ন ধরনের বিক্ষোভ করতে থাকে বিএনপিপন্থি আইনজীবীরা৷ এক পর্যায়ে পুলিশের সঙ্গে ঘটে ধাক্কাধাক্কির ঘটনা৷

https://p.dw.com/p/PyOS
ছবি: Harun Ur Rashid Swapan

তবে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেছেন, শপথ বাক্য পাঠ করাতে তিনি সাংবিধানিকভাবে দায়বদ্ধ৷ এদিকে, প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট এলাকায় কালো পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি৷

নবনিযুক্ত চার বিচারপতিকে শপথ বাক্য পাঠ না করানোর জন্য বৃহস্পতিবার সকাল থেকেই আদালত পাড়ায় মিছিল শ্লোগানসহ বিক্ষোভ প্রদর্শন করতে থাকে সরকার বিরোধী আইনজীবীরা৷

জাজেস লাউঞ্জের সামনে বিশৃঙ্খল অবস্থায় বিএনপিপন্থি আইনজীবীদের সরানোর জন্য চেষ্টা করা হলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়৷

বিক্ষোভের মাঝেই কড়া পুলিশি পাহারায় জাজেস লাউঞ্জে প্রবেশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক৷ শপথ পড়ান ৪ বিচারপতিকে৷ আইনজীবীদের একাংশের প্রবল আপত্তি থাকা সত্ত্বেও নবনিযুক্ত চার বিচারপতিকে শপথ পড়ানোর বিষয়ে প্রধান বিচারপতি পরে সাংবাদিকদের বলেন, তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন৷

আদালত পাড়ায় কোন কোন সংগঠনের বিশৃঙ্খল অবস্থা সৃষ্টির বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ ঘটনাকে অনভিপ্রেত উল্লেখ করে বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান৷

গেলো ১১ই এপ্রিল রাষ্ট্রপতি খসরুজ্জামান ও রুহুল কুদ্দুসসহ ১৭ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেন৷ আইনজীবীদের একাংশের আপত্তির মুখে ওই দু‘জন ছাড়া বাকিদের শপথ পড়ান বিচারপতি৷ গেলো সোমবার মো. জিল্লুর রহমান ও নজরুল ইসলামকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি৷ এই ৪ জন বিচারপতিকে বৃহস্পতিবার শপথ পড়ানো হলো৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক