1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রকাশ্যে ধূমপানের অভিযোগ অস্বীকার করলেন অজয়

৮ সেপ্টেম্বর ২০১০

ভারতের গোয়ায় ধূমপান নিষিদ্ধ এলাকায় ধূমপান করার অভিযোগ বলিউড অভিনেতা অজয় দেবগন অস্বীকার করেছেন৷

https://p.dw.com/p/P6l4
ছবি: AP

এই ঘটনা তো পুরোনো৷ কিন্তু এর দুইদিন পরে ‘এন্টারটেনমেন্ট সোসাইটি অফ গোয়া' বা ইএসজি-র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, জনগণকে সতর্ক করে ‘ধূমপান নিষিদ্ধ' লেখা সাইনবোর্ড যেখানে লাগানো আছে, সেই নিষিদ্ধ ঘোষিত এলাকাতেই ধূমপান করতে দেখা গেছে অজয় দেবগনকে৷

ইএসজি'র প্রধান নির্বাহী কর্মকর্তা মনোজ শ্রীবাস্তব পিটিআইকে বলেছেন, ‘ধূমপান নিষিদ্ধ' এলাকাতেই ধূমপান করতে দেখা গেছে অজয়কে৷ এই সম্পর্কিত সাইনবোর্ড জায়গামতোই লাগানো হয়েছে৷ আইন অনুযায়ী সেখানে ধূমপান করা নিষেধ৷ তিনি বলেন, দেবগন অবশ্যই সাইনবোর্ডটি দেখেননি৷ তিনি বলেন, সাইনবোর্ডটি সমাজের পক্ষ থেকেই লাগানো হয়েছে, সেখানে ধূমপান নিষিদ্ধ করার কথা কঠোরভাবে লেখা আছে৷ গোয়ার সরকারি কর্মকর্তাদের নিয়েই গঠিত হয়েছে ইএসজি৷ গোয়াতে প্রতিবছর আইএফএফআই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷

গত মে মাসে দেবগনের ছবি ‘গোলমাল-৩'-এর শুটিং চলাকালে গোয়ার ঐ ধূমপান মুক্ত এলাকায় তাঁকে ধূমপান করতে দেখা গেছে৷ এইজন্যে তাঁকে ১০০ ভারতীয় টাকা জরিমানাও করা হয়েছে৷ অজয় দেবগন ধূমপান করছেন, এইরকম কয়েকটি ছবিও তোলা হয়েছে এবং এই ছবিগুলো পুলিশের কাছে জমা দিয়েছে তামাক বিরোধী এনজিও ‘ন্যাশনাল অর্গানাইজেশন ফর টোব্যাকো ইরাডিকেশন' বা নোট৷ পরে ছবিগুলোর ওপর ভিত্তি করে ‘স্টেট ডিরেক্টোরেট অফ হেল্থ সার্ভিস', স্থানীয় পুলিশের সঙ্গে একটি অভিযোগ দাখিল করে৷

তামাক বিরোধী কর্মকাণ্ড লঙ্ঘন করার জন্যে ৪১ বছর বয়সি এই অভিনেতা জরিমানা দেবার পরে মুম্বইয়ে সাংবাদিকদের বলেছেন, তাঁর ধূমপানের বদঅভ্যাস আছে এবং তিনি এটি থেকে বের হয়ে আসতে চান৷ তবে একই সঙ্গে তিনি গোয়ার ঘটনা সম্পর্কে কিছু জিজ্ঞাসা না করার জন্যে অনুরোধ করেন এবং বলেন, ‘‘আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই না৷ তবে শুধু বলতে চাই, আমি যেখানে ধূমপান করেছি, সেখানে ধূমপানের অনুমতি ছিল৷''

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন