1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্যারিস হিলটনের নতুন রিয়্যালিটি সিরিজ

২ অক্টোবর ২০১০

যে ব্লন্দিনীর নামের শুরুতে বিশ্বের সবচেয়ে রোমাঞ্চিক শহরের নাম, আর দ্বিতীয়ার্ধে বিশ্বের একটি সবচেয়ে নামকরা হোটেল চেইনের, তাঁকে নিয়ে নিত্যনতুন ব্যবসার আইডিয়া খেলে থাকে মানুষের মাথায়৷

https://p.dw.com/p/PSsF
প্যারিস হিলটনছবি: picture-alliance/ dpa

সর্বাধুনিকটি হল, প্যারিসের জীবন ও তাঁর জেটসেটিং বন্ধুবান্ধবদের নিয়ে একটি ‘যবনিকার আড়ালে' টিভি সিরিজ৷ অর্থাৎ এই পরিমাণ মিডিয়া এক্সপোজারের পরেও প্যারিসের লাইফস্টাইল সম্পর্কে কারো যদি কিছু জানা না থাকে, তবে এবার সেটা জানা যাবে৷ জানানোর তাল করছে অক্সিজেন টেলিভিশন নেটওয়ার্ক, যাদের অধিকাংশ দর্শক হল মহিলা এবং কম বয়সের মহিলা৷

শো'টির এখনও কোনো নাম দেওয়া হয়নি, কবে দেখানো হবে তা'ও ঠিক হয়নি৷ তবে প্যারিসের দুই বান্ধবী ব্রুক মুয়েলার এবং জেনিফার রোভেরো এই সিরিজে থাকবেন৷ থাকবেন প্যারিসের মা ক্যাথি হিলটন'ও৷ বলে রাখা যাক, ব্রুক হলেন হলিউড তারকা চার্লি শীন'এর প্রাক্তন স্ত্রী৷ জেনিফার ছিলেন এককালে প্লেবয় মডেল, পরে নিজেই আলোকচিত্রশিল্পী হয়েছেন৷

তবে শো তো প্যারিসকে ঘিরেই৷ দেখতে দেখতে প্যারিসের বয়স হল ২৯৷ আজ তিনি বিশ্বের সর্বাধিক পরিচিত ব্র্যান্ড নেম'গুলির মধ্যে গণ্য৷ মুখে রুপোর চামচ নিয়েই জন্ম, কেননা প্রপিতামহ ছিলেন হিলটন হোটেলগুলির প্রতিষ্ঠাতা কনরাড হিলটন৷ প্যারিস স্বয়ং বাজার মাতান বেশ কয়েক বছর আগে ‘‘দ্য সিম্পল লাইফ'' নামের একটি রিয়্যালিটি শো করে: সাথে ছিলেন প্রাণের বান্ধবী নিকল রিচি, যিনি আবার গায়ক লাওনেল রিচির মেয়ে৷ ২০০৮ সালে এমটিভি'র হয়ে প্যারিসের নতুন সিরিজের নাম হয় ‘‘মাই নিউ বিএফএফ''৷ কেন জানি না, নামটা আমার বেশ ভালো লেগেছিল: ওর মানে দাঁড়ায়, ‘‘আমার নতুন চিরকালের সেরা বন্ধু''৷ চিরকালেরই যদি হবে, তবে নতুন হয় কি করে? প্যারিসের ট্রেডমার্ক ব্যঙ্গ বলা চলতে পারে৷

Flash-Galerie Handschuhe
ছবি: picture alliance/dpa

আসলে প্যারিস আজ একজন বিজনেস উওমান বা প্রতিষ্ঠালব্ধ মহিলা ব্যবসায়ী৷ তাঁর ফ্যাশন, চুলের প্রসাধন, সুগন্ধি, জুতো ইত্যাদির নানা ব্যবসা আছে৷ নয়তো তিনি অন্যদের পণ্য এনডোর্স করছেন৷ আবার বেপরোয়া গাড়ি চালানো কিংবা কোকেইন গোত্রীয় মাদক রাখা নিয়ে তাঁর মাঝেমধ্যে কর্তৃপক্ষের সঙ্গে বাঁধে৷ তা'তে প্যারিস ব্র্যান্ডের পরিচিতি বাড়ে বৈ কমে না৷ - কিন্তু এবার অক্সিজেন বলছে, প্যারিসের নতুন সিরিজে তিনি নাকি তাঁর জীবনের পরবর্তী পর্যায়ে পা দেবেন৷

কাজেই না দেখে উপায় আছে?

প্রতিবেদন. অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: জাহিদুল হক