1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পৌর নির্বাচনে এককভাবে প্রার্থী দিচ্ছে জাতীয় পার্টি

১৮ ডিসেম্বর ২০১০

মহাজোট সরকারের অন্যতম শরিক দল হলেও পৌর নির্বাচনে এককভাবে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি৷ দলের প্রধান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, সংসদ নির্বাচনে তাঁর দলের প্রতি অবিচার করা হয়েছে৷

https://p.dw.com/p/Qf7p
ershad, Hossain, Mohammad Ershad, Politiker, Bangladesch, Bangladesh, Dhaka, Politics, President, Election, Jatiya Party, বাংলাদেশ, এরশাদ, জাতীয় পার্টি, নির্বাচন, রাজনীতি
হুসেইন মোহাম্মদ এরশাদছবি: Harun Ur Rashid Swapan

তিনি বলেন, এবার পৌর নির্বাচন জোটগতভাবে করার কথা বলা হলেও এখনো আওয়ামী লীগ কোন আলোচনাই শুরু করেনি৷ তাই এককভাবে নির্বাচন করা ছাড়া কোন বিকল্প নেই বলে এরশাদ দলীয় নেতাদের বলেছেন৷

বনানীর কার্যালয়ে এরশাদ জাতীয় পার্টির নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন৷ বৈঠকে সারা দেশ থেকে ১৪১ জন মেয়র প্রার্থী অংশ নেন৷ তাঁরা জাতীয় পার্টি থেকে নির্বাচন করতে চান৷ এরশাদ তাঁদের উদ্দেশ্যে অভিযোগের সুরে বলেন, গত সংসদ নির্বাচনে তাঁর দলের প্রতি অবিচার করা হয়েছে৷ দলের জনপ্রিয়তা এবং শক্তি অনুযায়ী গুরুত্ব দেয়া হয়নি৷ মহাজোটের হয়ে নির্বাচন করলেও অনেক ক্ষেত্রেই সহযোগিতা পাওয়া যায়নি৷ এবার পৌর নির্বাচনে জোটগতভাবে নির্বাচনের কথা বলা হলেও আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় তিন-চারজন করে প্রার্থী দিয়ে রেখেছে৷ জাতীয় পার্টির সঙ্গে এখনো কোন যোগাযোগই করেনি৷ দেখে মনে হচ্ছে আওয়ামী লীগ এককভাবেই নির্বাচন করতে চায়৷

তাই এরশাদ জাতীয় পার্টির নেতাদেরও এককভাবে পৌর নির্বাচনের প্রস্তুতি নিতে বলেন৷ তিনি এই নির্বাচনকে আগামী সংসদ নির্বচনের ক্ষেত্র হিসেবে মাথায় রাখতে বলেন৷

এরশাদ সভায় বলেন, বর্তমান সরকারের শাসন নিয়ে মানুষের মধ্যে হতাশা রয়েছে৷ বিশেষ করে দ্রব্যমূল্য এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পারছেনা সরকার৷ তবে জাতীয় পার্টি মহাজোট সরকারের অংশ হলেও এর দায় জাতীয় পার্টির ওপর পড়বেনা বলে দাবী করেন এরশাদ৷

অনদিকে যুদ্ধাপরাধীদের বিচার এবং সালাহউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেফতারের ব্যাপারে সাংবাদিকদের কোন প্রশ্নের জাবাব দেননি এরশাদ শুক্রবার৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: ফাহমিদা সুলতানা