1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্ষিতার স্মৃতিকথা

২৯ জুলাই ২০১৩

পোলিশ ফরাসি পরিচালক রোমান পোলান্সকির হাতে যৌন নিগ্রহের শিকার সামান্থা গেইমার তাঁর স্মৃতিকথায় পোলান্সকির তোলা ছবি প্রকাশের ঘোষণা দিয়েছেন৷ সত্তরের দশকে ১৩ বছর বয়সি গেইমারকে ধর্ষণ করেছিলেন পোলান্সকি৷

https://p.dw.com/p/19Fg2
Bildinfo: Roman Polanski © 2012 Eclipse / Studio Babelsberg ROMAN POLANSKI: A FILM MEMOIR Dokumentarfilm / Großbritannien 2011, 90 Minuten, ab 12 Jahren Regie: Laurent Bouzereau Kinostart: 23.08.2012 Kontakt: Eclipse Film GmbH Kratzerstr. 27 80638 München www.eclipse-film.de presse@eclipse-film.de
Roman Polanski A FILM MEMOIRছবি: 2012 Eclipse / Studio Babelsberg

ছবিগুলো ১৯৭৭ সালে তোলা৷ দু'টো ফটোসেশনে ছবি তোলার কয়েক সপ্তাহ পর শ্যাম্পেইন এবং এক ধরনের চেতনা নাশক সামান্থা গেইমারকে পান করিয়েছিলেন পোলান্সকি৷ এরপর তিনি সে সময় বয়সে কিশোরী গেইমারের উপর যৌন নিপীড়ন চালান৷ ১৯৯৩ সালে একটি মামলার রায়ে ছবিগুলোর কপিরাইট ফেরত পান গেইমার৷

Mit einem Megafon dirigiert Regisseur Roman Polanski eine Einstellung des Holocaust-Films "Der Pianist" (aufgenommen 2001), für den er 2003 den Oscar als bester Regisseur erhielt. Am 18. August 2003 wird der in Paris geborene Sohn polnischer Eltern 70 Jahre alt. Bekannt wurde Polanski durch die Horrorfilme "Tanz der Vampire" (1966) und "Rosemary's Baby" (1968). Weitere Erfolge wurden "Chinatown" (1974), "Tess" (1980) und "Frantic" (1988). 1968 heiratete er in zweiter Ehe Sharon Tate, die während ihrer Schwangerschaft 1969 von der Charles-Manson-Bande ermordet wurde. Um einer Verurteilung wegen Sex mit einer Minderjährigen zu entgehen, floh Polanski 1977 aus den USA. 1989 heiratete er zum dritten Mal: Mit der französischen Schauspielerin Seigner hat er zwei Kinder.
পোলিশ ফরাসি পরিচালক রোমান পোলান্সকিছবি: picture-alliance/dpa

ইতোমধ্যে পোলানস্কির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়েছে৷ আদালত গেইমারকে পাঁচ লাখ মার্কিন ডলার দিতে পোলানস্কিকে নির্দেশ দিয়েছেন৷ তবে সত্তরের দশকের সেই ধর্ষণের ঘটনা এখনো শেষ হয়ে যায়নি৷ চলচ্চিত্র পরিচালক হিসেবে রোমান পোলান্সকির খ্যাতির সঙ্গে গোটা বিশ্বে উড়ে বেড়াচ্ছে তাঁর এই কেলেঙ্কারির খবর৷ ২০০৯ সালে সুইজারল্যান্ডে গ্রেপ্তারও হন তিনি৷ এমনকি পোলান্সকি তাঁর এই অপরাধের জন্য গেইমারের কাছে ক্ষমাও চেয়েছেন৷

পোলান্সকিকে ক্ষমা করেছেন গেইমার৷ কিন্তু তিনি ফিরে পেতে চান তাঁর নিজস্ব পরিচয়, যা তিনি পোলান্সকির কারণে হারিয়েছেন৷ আর সেই ফিরে পাওয়ার বাসনা থেকে তিনি লিখেছেন স্মৃতিকথা৷ বইয়ের নাম, ‘‘দ্য গার্ল: এমারজিং ফ্রম দ্য শ্যাডো অফ রোমান পোলান্সকি৷'' শীঘ্রই বইটি প্রকাশ হবে৷

উল্লেখ্য, ৪৯ বছর বয়সি সামান্থা এখন তিন সন্তান নিয়ে সংসার করছেন৷ ১৯৭৭ সালে সামান্থাকে ধর্ষণের পর পোলান্সকির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়৷ এর পরের বছর আদালতের রায়ের আগে যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে যান পোলান্সকি৷ তার বিরুদ্ধে এখনও হুলিয়া জারি রেখেছে মার্কিন কর্তৃপক্ষ৷

এআই / এসবি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য