1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পেশাওয়ারে মার্কিন কনসুলেটের সামনে বোমা হামলা, নিহত ছয়

৫ এপ্রিল ২০১০

পাকিস্তানের উত্তর পশ্চিমের পেশাওয়ার শহরে মার্কিন কনসুলেট ভবন এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার সামনে একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷ পাকিস্তানের তালেবান গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে বলে জানা যাচ্ছে৷

https://p.dw.com/p/MnNy
গত বছরের অক্টোবরে পেশওয়ারে ভয়াবহ এক হামলা পরিচালনা করে জঙ্গি গোষ্ঠী (ফাইল ফটো)ছবি: picture-alliance/dpa

প্রত্যক্ষদর্শী এবং নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে বিভিন্ন বার্তা সংস্থা জানিয়েছে এ তথ্য৷

পেশাওয়ারে মার্কিন কনসুলেটে ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত জঙ্গিদের হামলায় চার হামলাকারী সহ ছয় জন নিহত বলে জানিয়েছেন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সরকারের একজন সিনিয়র মন্ত্রী বশির আহমেদ বিলৌর৷ সাংবাদিকদের তিনি জানান, ‘‘দুটি গাড়িতে চেপে চেপে আসে জঙ্গিরা৷ হামলা ছিল সুসংগঠিত৷’’ মন্ত্রী বিলৌর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে দাবি করেন৷ তিনি জানান,‘‘নিরাপত্তা বাহিনী চার জঙ্গিকে হত্যা করেছে৷ হামলাস্থলে পড়ে আছে চারজনের মৃতদেহ৷ গোটা এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী৷ জঙ্গিরা মার্কিন কনসুলেটে ঢোকার চেষ্টা করে, কিন্তু সফল হয়নি৷’’

অন্যদিকে, লোয়ার দির জেলায় এক আত্মঘাতী বোমা হামলায় এখনো পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ৷

লোয়ার দির জেলায় আত্মঘাতী বোমার হামলার পরপরই পেশাওয়ারে যুগপৎ হামলার খবর আসে৷ টেলিভিশনের খবরে দেখা গেছে, বিভিন্ন স্থানে বোমার বিস্ফোরণে লেগে যাওয়া আগুনের ধোঁয়ায় আকাশ ঢেকে যাওয়ার দৃশ্য৷ আহতদের উদ্ধার করে গাড়িতে তুলছে স্থানীয় মানুষরা৷ শোনা গেছে গোলাগুলির শব্দ৷ নিরাপত্তা কর্মীরা ভারি অস্ত্রে সজ্জিত হয়ে বিভিন্ন স্থানে টহল দিচ্ছে৷

গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, অন্তত তিনটি বড় ধরণের বোমা হামলা হয়েছে৷ নগরীর মিলিটারি গ্যারিসনের সামনে এবং কিছু দূরেই মার্কিন কনসুলেট ভবন ও পাকিস্তান গোয়েন্দা সংস্থার স্থানীয় প্রধান কার্যালয়ের সামনে এই হামলা হয়েছে বলে প্রাথমিক খবর৷ পুলিশ ও সেনাবাহিনী এখন ঘটনাস্থলে রয়েছে৷

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় এক প্রত্যদর্শী তাদের জানিয়েছে, দুটি গাড়িতে করে আসা আক্রমণকারীরা মার্কিন কনসুলেট ভবনের পাশে নিরাপত্তা চৌকির উপর গুলি চালিয়েছে৷ তাদের হাতে ছিল আরও ভারি অস্ত্র৷

লোয়ার দির জেলায় আত্মঘাতী বোমা হামলাটি হয় আওয়ামী ন্যাশনাল পার্টির এক রাজনৈতিক সমাবেশের উপর৷ আত্মঘাতী হামলাকারী পায়ে হেঁটে ঘটনাস্থলে আসে এবং নিজেকে উড়িয়ে দেয়৷ এখনো পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে৷ শতাধিক আহত৷

প্রতিবেদক : সাগর সরওয়ার

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক