1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পেন্টাগনের প্রবেশ পথে গুলিবিনিময়, দুই পুলিশসহ আহত তিন

৫ মার্চ ২০১০

মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগন-এর প্রবেশপথে নিরাপত্তা কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে এক বন্দুকধারী৷ কর্তৃপক্ষ জানিয়েছে, ঠান্ডা মাথায় খুবই স্বাভাবিকভাবে পকেট থেকে অস্ত্র বের করে গুলি চালায় ঐ ব্যক্তি৷

https://p.dw.com/p/MKYh
ফাইল ফটোছবি: dpa

সেসময় বন্দুকধারীকে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে নিরাপত্তা কর্মীরাও৷ এই ঘটনায় দুই নিরাপত্তা কর্মী আহত হলেও তাদের অবস্থা আশঙ্কাজনক নয়৷ তবে বন্দুকধারীর জখম বেশ গুরুতর বলে জানাচ্ছেন পেন্টাগনের পুলিশ প্রধান রিচার্ড কেভিল৷ তিনি জানান, গুলিবিনিময়ে আহত তিনজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

প্রাথমিক খবরে জানা গেছে, সম্ভাব্য বন্দুকধারী বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ মার্কিন প্রতিরক্ষা বিভাগে প্রবেশের উদ্দেশ্যে নিরাপত্তা চৌকির দিকে হেঁটে যায়৷ এসময় হঠাৎ সে অস্ত্র বের করে এবং গুলি চালাতে থাকে৷

ইতিমধ্যে অবশ্য হামলাকারীর নাম পরিচয় প্রকাশ পেতে শুরু করেছে৷ একাধিক বার্তা সংস্থার দাবি, বন্দুকধারীর নাম জন পেট্রিক বেডেল৷ এখন পর্যন্ত যা তথ্য তাতে জানা যাচ্ছে, তিনি একজন মার্কিন নাগরিক৷ তবে, ঠিক কি কারণে পেন্টাগনে হামলা তার, তা অবশ্য এখনো জানা যায়নি৷ রিচার্ড কেভিলও জানিয়েছেন, বন্দুকধারী এখনো মুখ বন্ধ করেই আছেন৷ অবশ্য তার সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷

এদিকে, পেন্টাগনের পাঁচটি প্রবেশ পথের একটিতে এই ঘটনা ঘটার পর সবগুলো প্রবেশ পথই বন্ধ করে দেয়া হয়৷ পরবর্তীতে শুধুমাত্র ঘটনাস্থল মেট্রো স্টেশনের প্রবেশ পথটি বন্ধ রেখে বাকিগুলো খুলে দেয়া হয়েছে বলে প্রকাশ৷

প্রসঙ্গত, পেন্টাগন হচ্ছে পৃথিবীর বৃহৎ সরকারী কার্যালয়গুলোর একটি৷ প্রায় ২৩ হাজার নিরাপত্তা কর্মী এবং সাধারণ মানুষ কাজ করে সেখানে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়