1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পেট্রেয়াসের নিয়োগে সেনেট কমিটির অনুমোদন

২৯ জুন ২০১০

আফগানিস্তানে ন্যাটো বাহিনীর অধিনায়ক হিসেব প্রেসিডেন্ট বারাক ওবামার মনোনয়ন ইতিমধ্যেই পেয়েছেন ডেভিড পেট্রেয়াস৷ সেই সঙ্গে তাঁর নিয়োগ প্রস্তাবে সমর্থন দিয়েছে সেনেট প্যানেল৷ নিয়োগ চুড়ান্ত হবে সেনেটের পূর্ণ ভোটে৷

https://p.dw.com/p/O65n
ছবি: AP

এদিকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার পর এখন সেনাবাহিনী থেকেই অবসর নিতে চাইছেন স্ট্যানলি ম্যাকক্রিস্টাল৷ অন্যদিকে সংঘাতময় ওই দেশটিতে গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে অন্তত ১৬ জন৷

আফগান পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন মার্কিন আইনপ্রণেতারা৷ তাঁরাই আজ মঙ্গলবার জেনারেল পেট্রেয়াসের মনোনয়ন চূড়ান্ত করার সিদ্ধান্ত নেন৷ সামরিক বাহিনী সংক্রান্ত সেনেট কমিটিতে হয় এই সিদ্ধান্ত৷ যেখানে রিপাবলিকান এবং ডেমোক্রেট - উভয় দলের সদস্যরাই রয়েছেন৷ তাদের সকলের ইতিবাচক ভোট পেয়েছেন পেট্রেয়াস৷

অবশ্য আগেই জানা গিয়েছিল, কমিটির রিপাবলিকান সদস্য জন ম্যাককেইন নিজে পেট্রেয়াসের একজন সমর্থক৷ ওবামার মনোনয়নের বিরোধিতা তার দল থেকে আসার ইঙ্গিতও নেই৷ ফলে ইরাকের পরিস্থিতি মোকাবেলা করার কৃতিত্বধারী পেট্রেয়াসের আফগানিস্তান যেতে খুব সমস্যা নজরে আসছে না কারো৷

এর আগে কমিটির শুনানিতে প্যাট্রেয়াসের ভাবনা আর পরিকল্পনার কথা শুনেছেন আইনপ্রণেতারা৷ আগামী বছরের জুলাই মাস থেকে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের যে ঘোষণা ওবামা দিয়েছেন, তা ঠিক থাকবে বলেই আশা করছেন সেনেটররা৷ তবে পেট্রেয়াস বলেছেন, এই বিষয়ে এখনি কিছু বলা কঠিন৷ পরিস্থিতিই সব ঠিক করে দেবে৷ দুর্নীতির বহু অভিযোগ মাথায় থাকা আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের বিষয়ে সেনেটরদের প্রশ্নে পেট্রেয়াসের উত্তর ছিলো- সেখানে তাঁর সাফল্যই আমাদের সাফল্য৷

ইরাকে সফল হলেও আফগানিস্তান যে আরো কঠিন, পেট্রেয়াসকে সে সতর্কবার্তা দিচ্ছেন বিশ্লেষকরা৷ তাঁরা বলছেন, ইরাকে গণতান্ত্রিক কাঠামো ধীরে ধীরে হলেও কাজ শুরু করে৷ মাহদি আর্মির মতো একটি বড় বাহিনী অস্ত্র ত্যাগ করে৷ কিন্তু আফগানিস্তানে সুন্নী গ্রুপ অসংখ্য৷ যারা ন্যাটো বাহিনীর বিরুদ্ধে তালেবানকে সহযোগিতা করে যাচ্ছে৷

পুরো জুন মাসজুড়ে আফগানিস্তানে ব্যাপক রক্তক্ষয় হয়েছে৷ এর মধ্যে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে সহিংসতায় মোট ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আফগান পুলিশ৷ তারা বলছে, নিহতরা তালেবান হামলার শিকার৷ আর এর মধ্যে ছয়জন পুলিশ সদস্যও রয়েছেন৷ যারা ফারাহ প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে নিহত হন৷ এছাড়া কান্দাহারে গুলিতে সাত তালেবান জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ৷

বার্তামাধ্যমে ওবামার আফগান রণকৌশল নিয়ে হতাশা প্রকাশ করার ফলে গত সপ্তাহেই বিদায় নিতে হয়েছে ম্যাকক্রিস্টালকে৷ এখন তিনি অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন৷ তবে এই সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি এখনো দেননি তিনি৷

আফগানিস্তানে তালেবান হামলায় শুধু জুন মাসে নিহত ন্যাটো সৈন্যের সংখ্যা একশর কাছাকাছি৷ অর্থাৎ মাসটি ভালো যায়নি বিদেশি সেনাদের৷ আর এর মধ্যেই বাহিনী প্রধানের পরিবর্তন দেখতে হচ্ছে তাঁদের৷

প্রতিবেদন: মনিরুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক