1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুরান ঢাকার ভয়াবহ অগ্নিকান্ডের কারণ কী?

৫ জুন ২০১০

পুরান ঢাকার ভয়াবহ অগ্নিকান্ডের খবর স্বাভাবিকভাবেই পত্রপত্রিকাগুলোর অনেকটা জায়গা দখল করে রেখেছে৷ নিহতের সংখ্যা, উদ্ধার তৎপরতা আর লাশ দাফনের খবর সহ পত্রিকাগুলো কিছু মানবিক সংবাদও ছেপেছে৷

https://p.dw.com/p/NifN
পুরান ঢাকায় সরু রাস্তার কারণে দমকল বাহিনী সেখানে তাড়াতাড়ি পৌঁছুতে পারেনিছবি: AP

শনিবারও প্রায় সব পত্রিকাতেই বড় বড় শিরোনামে অগ্নিকান্ডের খবর ছাপা হয়েছে৷ সঙ্গে রয়েছে প্রিয়জন হারানোদের আর্তনাদের ছবি৷ অগ্নিকান্ডে কেন এত লোক মারা গেল, সে কারণটি খুঁজে বের করার চেষ্টা করেছে ‘ডেইলি স্টার'৷ পত্রিকাটির মতে, পুরান ঢাকায় সরু রাস্তার কারণে দমকল বাহিনী সেখানে তাড়াতাড়ি পৌঁছুতে পারেনি৷ তাই নিহতের সংখ্যা এত বেশি৷ যেসব এলাকায় এ ধরণের সরু রাস্তা রয়েছে সেসব জায়গার আগুন নেভাতে দমকল বাহিনীর পর্যাপ্ত প্রস্তুতি নেই বলে ‘ডেইলি স্টার'এর ঐ প্রতিবেদনে জানানো হয়েছে৷ ‘প্রথম আলো' বলছে, গতকাল আজিমপুর গোরস্থানে মোট ৬৬ জনের লাশ দাফন করা হয়েছে – যার মধ্যে ৪৭টিই অগ্নিকান্ডে নিহতদের৷ গোরস্থানের কর্মীদের মতে, স্বাধীনতার পর সেখানে একদিনে এত লাশ কখনো দাফন করা হয়নি৷ দৈনিক ‘ইত্তেফাক' ঢাকা মেডিক্যাল কলেজের পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে৷ হাসপাতালের বার্ন ইউনিটে অনেকদিন ধরে কাজের অভিজ্ঞতা থাকার পরও অগ্নিদগ্ধদের ভয়াবহ অবস্থা দেখে অনেক কান্নায় ভেঙে পড়েন বলে জানা গেছে৷

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন

সংবাদপত্রে প্রতিদিনই মেয়র নির্বাচন নিয়ে কোন না কোন খবর প্রকাশিত হচ্ছে৷ তবে শনিবারের প্রকাশিত সংবাদগুলোতে কিন্তু একটা মিল রয়েছে৷ প্রায় সব পত্রিকাতেই প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার বক্তব্য ছাপা হয়েছে৷ গতকাল তিনি মেয়র নির্বাচন নিয়ে বৈঠক করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে৷ এসময় নির্বাচনে কোনো ধরণের অরাজকতা সহ্য করা হবে না বলে তিনি সবাইকে সতর্ক করে দেন৷ এছাড়া মেয়র প্রার্থীদের সঙ্গেও তিনি মতবিনিময় করেছেন বলে জানিয়েছে বিডিনিউজ২৪ ডট কম৷ এসময় প্রধান দুই প্রার্থীর কোলাকুলির একটি ছবি ছাপিয়েছে দৈনিক ইত্তেফাক৷

বিশ্ব পরিবেশ দিবস

‘প্রথম আলো' বিশ্ব পরিবেশ দিবসের বিভিন্ন কর্মসূচি নিয়ে সংবাদ প্রকাশের পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের একটি জরিপ নিয়ে প্রতিবেদন ছেপেছে৷ রাজধানী ও এর আশপাশের প্রায় ৭০ শতাংশ কলকারখানাতেই বর্জ্য পরিশোধনের ব্যবস্থা নেই বলে ঐ জরিপে পাওয়া গেছে৷ আর যাদের এই ব্যবস্থা আছে তারা টাকা বাঁচাতে এটা ব্যবহার করেননা বলেও জানানো হয়েছে জরিপ প্রতিবেদনে৷

গ্রন্থনা: জাহিদুল হক
সম্পাদনা: সঞ্জীব বর্মন