1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুরস্কার পেলো আয়ারল্যান্ড, বাংলাদেশ অষ্টম থেকে নবমে

৯ মার্চ ২০১১

এবারের বিশ্বকাপে প্রথম এবং সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ এক জয় ছিনিয়ে নেয়ার পর আরেক পুরস্কার পেলো আয়ারল্যান্ড৷ আইসিসি ব়্যাঙ্কিংয়ে ১০ম স্থান তাদের৷ আর বাংলাদেশ চলে এলো অষ্টম থেকে নবমে৷

https://p.dw.com/p/10VbL
ক্রিকেটে ইতিহাস সৃষ্টি করে আয়ারল্যান্ডের খেলোয়াড়দের উল্লাসছবি: AP

সদ্য প্রকাশিত এই ব়্যাঙ্কিং আইসিসি জানিয়েছে, ৪৫ ম্যাচে সর্বোচ্চ ৫৯০০ পয়েন্টসহ ১৩১ রেটিং নিয়ে অস্ট্রেলিয়ার যথারীতি শীর্ষে এবং ৪৭ ম্যাচে ৫৬০৭ পয়েন্টসসহ ১১৯ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত৷

৩৫ ম্যাচে ২২৮২ পয়েন্ট নিয়ে ৬৫ রেটিংসহ বাংলাদেশের অবস্থান নবম৷ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ আট নম্বরে অবস্থান করলেও ঐ ম্যাচে পরাজয়ে তারা আবার ক্যারিবীয়দের নীচে নেমে দক্ষিণ এশিয়ার এই দেশটি৷

আইসিসির নতুন এই ব়্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে, ১৪ ম্যাচে সর্বমোট ৬০২ পয়েন্ট এবং ৪৩ রেটিং নিয়ে আয়ারল্যান্ড ব়্যাঙ্কিংয়ের ১০ নম্বরে উঠে এসেছে৷ ৩৬ ম্যাচে ১৩২৬ পয়েন্ট এবং ৩৭ রেটিং নিয়ে জিম্বাবেয়ে রয়েছে তার পরের অবস্থানে৷

বোলিংয়ে ৭১৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটি ধরে রেখেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি৷ দুই বাংলাদেশি হিসেবে সাকিব আল হাসান অষ্টম এবং আব্দুর রাজ্জাক রয়েছেন নবম স্থানে৷

সর্বোচ্চ ৮৮৬ পয়েন্ট নিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা ব্যাটসম্যান হিসেবে তালিকার শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার হামিশ আমলা৷ ৮০৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন একই দেশের এবি ডি ভিলিয়ার্স৷ ভারতীয় কোহলি, মাহেন্দ্র সিং ধোনী এবং ভিরেন্দ্র শেবাগ রয়েছেন যথাক্রমে তৃতীয়, পঞ্চম ও সপ্তম স্থানে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আরাফাতুল ইসলাম