1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পিলখানায় সেনা কর্মকর্তা হত্যা মামলায় চার্জশিট

১২ জুলাই ২০১০

৫০০ দিনের তদন্ত শেষে সোমবার ঢাকার আদালতে পিলখানায় সেনা কর্মকর্তা হত্যা মামলার চার্জশিট দেয়া হয়েছে৷ চার্জশিটে আসামি করা হয়ছে ৮২৪ জনকে৷

https://p.dw.com/p/OHWa
কাঁদছেন এক সেনা কর্মকর্তার আত্মীয় (ফাইল ছবি)ছবি: picture alliance / Photoshot

গেল বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪জনকে হত্যা করা হয়৷

এই মামলায় মোট ২৩০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল৷ তাদের মধ্যে ১৪৮৩ জনকে অব্যাহতি দেয়া হয়েছে৷ সাক্ষী করা হয়েছে ৯০০ জনকে৷ এদের মধ্যে কয়েকজন মন্ত্রীও রয়েছেন৷ তাঁরা হলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও মীর্জা আজম এমপি৷

সরাসরি সাক্ষী না হলেও এই মামলায় শীর্ষ সামরিক ও বেসামরিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে তথ্য নিয়েছে সিআইডি৷ এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও কথা বলেছেন তারা৷

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অ্যাডিশনাল এসপি আবদুল কাহহার আকন্দ জানান, মামলার তদন্তে এফবিআই ও স্কটল্যান্ড ইয়ার্ডের সহায়তা নেয়া হয়েছে৷

মামলার বিশেষ কৌসুলি মোশাররফ হোসেন কাজল বলেন, ১৯৯১ সালেও বিডিআর বিদ্রোহের নামে সেনা কর্মকর্তা হত্যার ষড়যন্ত্র হয়েছিল৷ তখন এর বিচার হলে গতবছরের মর্মন্তুদ ঘটনা ঘটতনা৷

তিনি জানান, দ্রুত বিচার আদালতে বিশেষ ট্রাইবুনালে এই মামলার বিচার হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক