1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পিকনিক-কে কিনে নিল গুগল

৪ মার্চ ২০১০

যেকোন নতুন বা জনপ্রিয় কিন্তু অপেক্ষাকৃত ছোট উদ্ভাবনকে কিনে নেয়ার প্রবনতা ইন্টারনেটে প্রায়ই দেখা যায়৷ মাইক্রোসফটের হটমেল কিংবা গুগলের অর্কুট সব-ই বহন করছে এমন নজির৷ এবার সে তালিকায় যোগ হলো পিকনিক৷ ক্রেতা গুগল৷

https://p.dw.com/p/MJ9y
সেবিটে গুগলছবি: AP

পিকনিক ডট কম হচ্ছে ইন্টারনেটে ছবি সম্পাদনা এবং জমা করার এক জনপ্রিয় ওয়েবসাইট৷ হালে যে হারে ইন্টারনেটে ছবি জমার করার হিড়িক উঠেছে তাতে এধরণের সাইটের ভবিষ্যত উজ্জ্বল৷ তার উপরে ইদানিং ছবি তোলা হয় মোবাইল, ল্যাপটপ, ক্যামেরাসহ নানা মাধ্যম ব্যবহার করে৷ আর তাই এসব ছবি ইন্টারনেটে সহজে সম্পাদনার বিষয়টিরও গুরুত্ব বাড়ছে৷ ফলে ভবিষ্যতের জন্য এখনই পিকনিককে নিজের করে নিল গুগল৷

বিষয়টি নিয়ে গুগলের পণ্য ব্যবস্থাপনা পরিচালক ব্রেইন এক্স জানালেন, কিছুদিন আগেও ছবি সম্পাদনার জন্য কম্পিউটারে তৃতীয় কোন সফটওয়্যার এর সহায়তা নিতে হত৷

এক ব্লগ পোস্টে ব্রেইন জানান, আজ আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, পিকনিক-কে কিনে নিয়েছে গুগল৷ এটি এমন একটি সাইট যে কিনা ইন্টারনেটে ছবি সম্পাদনাকে পরিচিত করেছে৷

তিনি আরো জানান, গুগল পিকনিক-এর সকল সহযোগীকে সমর্থন অব্যাহত রাখবে৷ তবে কত টাকার বিনিময়ে এই কেনাবেচা তা অবশ্য জানায়নি গুগল৷

আপনি নিশ্চয়ই জানেন, তারপরও বলছি পিকনিক কিন্তু পিকাসা, ফ্লিকার আর ফেসবুক থেকেও ছবি আমদানীর সুযোগ দেয়৷ কিন্তু মজার যে তথ্যটি জানাবো তা হচ্ছে, পিকনিক এর কর্মী মাত্র ২০ জন তবে প্রতিমাসে কয়েক মিলিয়ন মানুষ ভিজিট করে এই সাইটটি৷ সংস্থাটি জানিয়েছে, গুগল এর ছাতার নিচে থেকে আমরা পিকনিককে আরো সমৃদ্ধ, আরো জীবন্ত করে তুলবো, একইসঙ্গে পৌঁছাবো আরো অনেকের কাছে৷

গুগল সামাজিক সার্চ সাইট আর্ডভার্ককে কিনে নেয়ার মাত্র তিন সপ্তাহ পর কিনলো পিকনিককে৷ সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক স্মিথ এর আগে জানুয়ারী ঘোষণা দিয়েছিলেন প্রতি মাসে অন্তত একটি প্রতিষ্ঠানকে অর্জন বা কিনে নেবে গুগল৷ এযেন তাঁর সেই বক্তব্যেরই প্রতিফলন৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়