1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস

১৪ ডিসেম্বর ২০১০

জাতির এক কালো অধ্যায় একাত্তরের ১৪ই ডিসেম্বর৷ পরাজয় নিশ্চিত জেনে বাঙালি জাতির মেরুদণ্ড ভেঙ্গে দিতে স্বাধীনতার ঠিক পূর্বক্ষণে ঘাতকরা বেছে বেছে হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের৷

https://p.dw.com/p/QXX6
পাকিস্তান, বাহিনী, হত্যা, বুদ্ধিজীবী, Bangladesh, Dhaka, War, 1971, 14 December, Intellectual, Freedom, বাংলাদেশ, ঢাকা, সংবাদ, খবর, যুদ্ধ, ১৯৭১
পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাত্র দুই দিন আগে হত্যা করা হয় বুদ্ধিজীবীদেরছবি: AP

হানাদারদের দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সহযোগিতায় শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলীসহ দেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে নিয়ে নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করা হয়৷ নীল নকশা অনুযায়ী তারা চেয়েছিল বাঙালি জাতিকে মেধাশূণ্য করে চিরতরে পঙ্গু করে দিতে৷

শহীদ বুদ্ধজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী জানান, বুদ্ধিজীবী হত্যার ধারাবাহিকতায় তাঁর বাবাকে বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয় ১৫ই ডিসেম্বর৷ এরপর তাঁকে মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং কলেজে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়৷ আলীম চৌধুরীর স্বজনরা ১৮ই ডিসেম্বর তাঁর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেন রায়ের বাজার বধ্যভূমি থেকে৷

ডা. নুজহাত চৌধুরী জানান, কেউ কেউ একাত্তরের গণহত্যার বিষয়টি ৪০ বছরের পুরনো বলে এড়িয়ে যেতে চান৷ কিন্তু শহীদদের স্বজনরা যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে চান৷

ভোরে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী৷ এরপর সেখানে নামে সাধারণ মানুষের ঢল৷ তাঁরা শ্রদ্ধা জানান জাতির বীর সন্তানদের৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান