1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পার্ক স্ট্রিট অগ্নিকান্ড নিয়ে চাপান উতোর

২৪ মার্চ ২০১০

দমকল বলছে, তাদের কোনও দায় নেই৷ কলকাতা পুরসভা বলছে, খোঁজ নিয়ে দেখতে হবে৷ সরকার বলছে তদন্ত হবে৷ শুরু হয়েছে বলির পাঁঠা খোঁজার কাজ৷ যেন হেরিটেজ বিল্ডিং-এ আগুন লাগলেও কিছু আসে যায় না প্রশাসনের৷

https://p.dw.com/p/Mb59
পার্ক স্ট্রিটের অগ্নিকাণ্ডের পরছবি: AP

পার্ক স্ট্রিটের অগ্নিকাণ্ডের পরদিন, বুধবার সকালে কলকাতার পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তী জানালেন, পুড়ে যাওয়া স্টিফেন কোর্ট-এর দুটি তলা বেআইনি ছিল৷ তার না ছিল পুর অনুমোদন, না ছিল স্থপতির কোনও নকশা৷ আর বিকেলেই কলকাতার মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য স্টিফেন কোর্ট-এর সামনে দাঁড়িয়ে জানালেন, তিনি সঠিক জানেন না, তবে তিনি শুনেছেন, বাড়তি দুটি তলা তৈরির পর অনুমোদন নিয়ে নিয়েছিলেন স্টিফেন কোর্টের মালিক৷ অর্থাৎ কলকাতা শহরে বেআইনি নির্মাণের সেই পুরনো ছক৷ এবং সেক্ষেত্রে ফায়ার সেফটি সার্টিফিকেট ছাড়াই পুরসভা অবৈধভাবে অনুমোদন দিয়েছিল কিনা, সেটাই বড় প্রশ্ন৷ আর যদি সেই সার্টিফিকেটও হস্তগত হয়ে থাকে, তাহলে প্রশ্ন তুলতে হয়, যে বাড়ির ওপর থেকে নীচে নামার জন্য, লিফট ছাড়া একটিমাত্র কাঠের সিঁড়ি, সেই বাড়ি ছাড়পত্র পায় কী করে৷ স্টিফেন কোর্ট-এর অগ্নি নির্বাপক ব্যবস্থা বলে যে কিছু ছিল না, সেকথা এদিনই জানিয়ে দিয়েছেন পুলিশ কমিশনার৷

রাজ্যের দমকল মন্ত্রী প্রতীম চট্টোপাধ্যায় নিশ্চিতভাবেই পুর আইনের এই ফাঁকফোকরগুলো জানেন৷ সেই জন্যেই তিনি গোটা ঘটনার দায় এখন নিশ্চিন্তভাবে চাপিয়ে দিচ্ছেন পুরসভার ঘাড়ে৷ বুধবার রাজ্য বিধানসভায় তিনি বিবৃতি দিয়ে জানিয়েছেন, কীভাবে এত প্রাণহানি হল৷ কীভাবে আগুন লাগল, তার ব্যাখা দমকল মন্ত্রী দেননি৷ বিরোধীরা তাঁর ইস্তফা দাবি করেছে৷ সে প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, তাঁর পদত্যাগের প্রশ্নই ওঠে না৷ ঘটনার নৈতিক দায়িত্বও তিনি নেবেন না৷ দায়িত্ব সবই বাড়ির মালিকের৷ সাংবাদিকরা মনে করিয়ে দেন, কলকাতায় এত বড় অগ্নিকাণ্ড আর হয়নি৷ মন্ত্রী বলেন, এরকম বাড়ি থাকলে আরও হবে৷ কোনও বাড়িতে অগ্নি নির্বাপণ বিধি মেনে চলা হচ্ছে কিনা, তা দেখাটাও তাঁর দায়িত্বের মধ্যে পড়ে না৷ সেটা পুরসভার দায়িত্ব৷

Brand in Kalkutta tötet mind. 4 Menschen und verletzt 14 weitrere
অগ্নিকান্ড থেকে উদ্ধার করা হচ্ছে একজনকেছবি: AP

ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল এদিন স্টিফেন কোর্ট-এ পুড়ে যাওয়া অংশগুলি ঘুরে দেখে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়৷ এদিকে দমকলের অভিযোগের ভিত্তিতে স্টিফেন কোর্টের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা দুজনকে এদিন গ্রেপ্তার করেছে পুলিশ৷ অগ্নি নির্বাপণ বিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে৷

প্রতিবেদক: শীর্ষ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক