1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পার্ক স্ট্রিটের আগুনে মৃতের সংখ্যা এখন ২৪

২৪ মার্চ ২০১০

পার্ক স্ট্রিটের স্টিফেন কোর্টে-র অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২৪ হয়েছে৷ বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা ২৭৷

https://p.dw.com/p/MahK
স্টিফেন কোর্টে-র আগুন নেভানোর চেষ্টায় দমকল কর্মীরাছবি: AP

মঙ্গলবার রাতে এক এক করে ১৭টি অগ্নিদগ্ধ মৃতদেহ খুঁজে পাওয়া যায়৷ বুধবার সকালে আরও একটি৷ এদের ২১জনকে এখনও পর্যন্ত শনাক্ত করা গেছে৷ কিন্তু কিছু দেহ এমন ভাবে পুড়ে গেছে যে চেনার কোনও উপায় নেই৷ অন্যদিকে ওই বাড়িতে থাকতেন বা কাজ করতেন, এমন অন্তত ১৫জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না৷ ২০টি আবাসিক ফ্ল্যাট এবং ৪৪টি অফিস ছিল স্টিফেন কোর্টে৷

ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল এদিন স্টিফেন কোর্টের যে জায়গাগুলিতে আগুন ছড়িয়েছিল, সেখান থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়৷ তবে লিফটে শর্ট সার্কিট হয়েই আগুন লেগেছিল বলে প্রাথমিক অনুমান৷ পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তী এদিন জানিয়েছেন, বাড়িটির ওপরের তলাগুলির কোনও পুর অনুমোদন ছিল না, কোনও নকশাও ছিল না৷ স্টিফেন কোর্টের মালিক এবং যিনি বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন, তাদের বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেছে দমকল৷

দমকলমন্ত্রী প্রতিম চট্টোপাধ্যায়-ও অগ্নিকাণ্ডের দায় পুরসভা এবং বাড়ির মালিকের ঘাড়ে চাপিয়েছেন৷ এদিন রাজ্য বিধানসভায় তিনি ব্যাখা দিয়েছেন, কেন এত প্রাণহানি ঘটল৷ তবে দমকল যথাসাধ্য করেছে, দাবি করেছেন দমকলমন্ত্রী৷

মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এদিন সকালে মহাকরণ যাওয়ার পথে স্টিফেন কোর্টের সামনে কিছুক্ষণের জন্য থামেন৷ কথা বলেন দমকল ও পুলিশ আধিকারিকদের সঙ্গে৷

প্রতিবেদক: শীর্ষ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক