1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পানশালায় হাতাহাতি, ছয় ভারতীয় ক্রিকেটারকে ‘শো-কজ’ ধরাল বোর্ড

২০ মে ২০১০

টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে মাঝপথে বিদায়ের পর ভারতের ক্রিকেট বোর্ড এবার খেলোয়াড়দের নিয়ে পড়েছে৷ কারণ দর্শানোর চিঠি ধরানো হয়েছে ছয় ক্রিকেটারকে৷

https://p.dw.com/p/NSJm
ভারতের জাতীয় ক্রিকেট দলের একাংশছবি: AP

বাদ নেই কেউই৷ যুবরাজ সিং থেকে রবীন্দ্র জাদেজা৷ অভিজ্ঞ থেকে তরুণতম মোট ছয়জন জাতীয় দলের ক্রিকেটারকে একটি পানশালায় সমর্থকদের সঙ্গে গোলমালে জড়িয়ে পড়ার কারণ দর্শাতে বলল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রন বোর্ড৷ বোর্ডের সেক্রেটারি এন শ্রীনিবাসন বুধবার বিকেলে এই ছয় ক্রিকেটারকে পাঠানো কারণ দর্শানোর চিঠিতে সই করেছেন৷ এই ছয়জন হলেন যথাক্রমে যুবরাজ সিং, আশিস নেহরা, জহির খান, পীযুষ চাওলা, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা৷ আগামী এক সপ্তাহের মধ্য এঁদেরকে কারণ দেখাতে হবে বলে বলা হয়েছে৷ এদের মধ্যে অভিজ্ঞ ব্যাটসম্যান এবং তারকা খেলোয়াড় যুবরাজ সিং-এর দাবি, তাঁর কোন দোষ নেই৷ একই মন্তব্য বোলার আশিস নেহরারও৷

বিশ ওভারের ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন আসরে ভারতের মত প্রথমসারির ক্রিকেট খেলিয়ে দেশের এবার হাঁড়ির হাল৷ সেমি ফাইনাল পর্যায়েও পৌঁছতে না পারা ভারতীয় দলের ওই ছয়জন ক্রিকেটার সান্তা লুসিয়া শহরে ১১ মে সন্ধ্যায় একটি পানশালায় গিয়েছিলেন৷ সেখানে হাজির ভারতীয় সমর্থকরা দেশের হারের জন্য খেলোয়াড়দের প্রতি কোন কটুক্তি করে থাকবেন৷ এর জবাব দিতে গিয়েই হাতাহাতিতে জড়িয়ে পড়েন ক্রিকেটাররা৷ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অতএব তাঁরা অভিযুক্ত হয়েছেন৷

ভারতীয় দলের ম্যানেজার রঞ্জীব বিশোয়াল এই পানশালার ঘটনাটিকে কিছুটা হাল্কা করে নিয়েছেন, সেভাবে প্রচারটাও করতে চেয়েছেন৷ মানে, খবরের কাগজের পরিভাষায় যাকে বলা হয়ে থাকে, ‘ডাউনপ্লে'৷

কিন্তু বিসিসিআই ব্যাপারটাকে আদৌ ‘ডাউনপ্লে' হিসেবে দেখতে রাজি নয় যে, তা বোঝা গেছে বিসিসিআই-এর প্রেসিডেন্ট শশাংক মনোহরের বকলমায় তাঁর প্রধান প্রশাসনিক অফিসার রত্নাকর শেট্টির লিখিত বিবৃতি প্রচারে৷ যে বিবৃতিতে বলা হয়েছে, ব্যাপারটা মোটেও সহজ নয়৷ মিডিয়াতেও ব্যাপকহারে প্রচার পেয়েছে এই মারামারির ঘটনা৷ এরপরেই বিসিসিআই তদন্ত চালায় এবং জানতে পারে, এই ঘটনাটি উড়িয়ে দেওয়ার মত নয়৷

এহ বাহ্য৷ ধোনিবাহিনী যদি এবারের টি টোয়েন্টির আসরে কিছু করে দেখাত, তাহলেই আর এ নিয়ে কোন উচ্চবাচ্য হত না৷ কিন্তু, এখন হেরো দলকে কিছুটা কব্জা করতে আর শিক্ষা দিতে এই ছোট ঘটনাটিকেই ফাঁপিয়ে ফুলিয়ে দেখছে বোর্ড৷ এমন মন্তব্যও বাজারে উড়ছে না তা নয়৷ মন্তব্য যেমনই হোক, এই ছয় ক্রিকেটারকে কী সাজা দেয় বোর্ড, তাও অনেকের প্রশ্ন৷

প্রতিবেদন - সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - ফাহমিদা সুলতানা