1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাঞ্জাবের কাছে হেরে গেল কলকাতা

৪ এপ্রিল ২০১০

পারল না শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর৷ পয়েন্ট টেবিলে শীর্ষ চারে পৌঁছানোর সুযোগ হাতছাড়া হয়ে গেল সৌরভ গাঙ্গুলির দলের৷

https://p.dw.com/p/Mn5A
জয়বর্ধনে ৫৯ বলে করেন ১১০ রানছবি: AP

রবিবারের এক গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট তালিকার সর্বশেষ দল প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ৮ উইকেটে হেরে গেছে কিং খানের কেকেআর৷ অথচ এই ম্যাচে জিততে পারলে চেন্নাই সুপার কিংসকে টপকে চার নম্বরে চলে যাওয়ার সুযোগ ছিল কলকাতার সামনে৷

এরকমই এক পরিস্থিতিতে টসে জিতে ইডেন গার্ডেনে খেলা শুরু করে গাঙ্গুলির দল৷ ক্রিস গেইলের ৪২ বলে করা ৮৮ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে কলকাতার সংগ্রহ দাঁড়ায় তিন উইকেটে ২০০৷ আটটি ছয় ও ছয়টি চারের মারের সাহায্যে গেইল ঐ রান তোলেন৷ এছাড়া গাঙ্গুলি ৩১ বলে করেন ৩৬ আর তিওয়ারি করেন ৩২ বলে ৩৫৷

এরপর শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনের টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম সেঞ্চুরির ওপর ভর করে পাঞ্জাব ১০ বল বাকি থাকতেই জয় তুলে নেয়৷ পাঞ্জাবের অধিনায়ক মাত্র ৫৯ বলে করেন ১১০ রান৷ এর মধ্যে মাত্র তিনটি ছয়ের মার হলেও চার রয়েছে ১৪টি৷ অন্যান্যদের মধ্যে সাঙ্গাকারা করেন ২২ বলে ৩৮ আর যুবরাজ সিং ১৬ বলে ৩৩৷ তবে পাঞ্জাবের এই জয়ের পরও পয়েন্ট তালিকায় তাদের অবস্থান এখনো সর্বনিম্নে৷

এদিকে নয় ম্যাচ শেষে চেন্নাই, কলকাতা ও রাজস্থান প্রত্যেকের পয়েন্ট দাঁড়িয়েছে সমান আট৷ তবে রান রেট বিবেচনায় চেন্নাইয়ের স্থান চারে৷ এরপরেই কলকাতা ও রাজস্থানের স্থান৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন