1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয়া কাপে নিরাপত্তা

১১ জানুয়ারি ২০১৪

এশিয়া কাপ বাংলাদেশেই হবে – এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসি এ সিদ্ধান্ত জানানোর পরও দল পাঠানোর ব্যাপারে সংশয়ে ছিল পিসিবি৷ তাই বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তান দলের জন্য বাড়তি নিরাপত্তার আশ্বাস দেয়া হয়েছে৷

https://p.dw.com/p/1AooN
Bangladesch Polizei Khaleda Zia Residenz Dhaka Protest Rally Wahlen
ছবি: picture-alliance/Landov

আগামী ২৫ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হবে এশিয়া কাপ ক্রিকেট৷ শেষ হবে ৮ মার্চ৷ যুদ্ধাপরাধীদের বিচার এবং ৫ ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে সহিংসতা শুরু হওয়ায় বাংলাদেশে এ আসরের আয়োজন নিয়ে দ্বিধাগ্রস্থ হয়ে পড়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)৷ তবে গত সপ্তাহে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশে এশিয়া কাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তা কেটে যায়৷ সভা শেষে এসিসি জানিয়ে দেয়, আসরটি বাংলাদেশেই হবে৷

কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র দুশ্চিন্তা তারপরও দূর হয়নি৷ যুদ্ধাপরাধের অভিযোগ প্রমাণ হওয়ায় জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির আদেশ কার্যকর হওয়ার পর, পাকিস্তানের সংসদে একটি নিন্দা প্রস্তাব পাশ হয়৷ এর ফলে বাংলাদেশে শুরু হয় বিক্ষোভ৷ ঢাকার পাকিস্তান দূতাবাসের কাছে গিয়ে বিক্ষোভ জানানো হয়, পাকিস্তানবিরোধী নানা ধরণের স্লোগান দিতে দিতে দেশটির জাতীয় পতাকাও পোড়ানো হয়৷ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পিসিবি মনে করে এশিয়া কাপে তারপরও পাকিস্তান দলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে৷ এ কারণে এসিসির সভা চলার সময় বিষয়টি নিয়ে পিসিবি এবং বিসিবি কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়৷ এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘‘পিসিবিকে এশিয়া কাপের সময় তাঁদের জাতীয় দলের জন্য বাড়তি নিরাপত্তার আশ্বাস দিয়েছে বিসিবি৷ বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আসর চলার সময় পাকিস্তান দলকে বাড়তি নিরাপত্তা দেয়ার আশ্বাস পূরণের সব চেষ্টাই করা হবে৷

১৬ মার্চ থেকে ঢাকায় আইসিসি টোয়েন্ট-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা৷ এশিয়া কাপের সফল আয়োজন সেই আসরকে ঘিরে জমে থাকা সংশয়ও দূর করবে৷

এসিবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য