1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তান ক্রিকেট দলের কোচ হতে রাজি ওয়াকার ইউনুস

২৭ ফেব্রুয়ারি ২০১০

পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক ও ফাস্ট বোলার ওয়াকার ইউনুস দেশটির জাতীয় দলের কোচ হতে রাজি হয়েছেন৷ পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে পাওয়া কোচ প্রস্তাবের একদিন পরই সম্মতি জানালেন ওয়াকার৷

https://p.dw.com/p/MDya
ছবি: AP

বর্তমানে পরিবারসহ অস্ট্রেলিয়া নিবাসী ওয়াকার সিডনিতে রয়টার্সকে জানান, ‘‘আমি পাকিস্তান বোর্ডের কাছ থেকে একটি লিখিত প্রস্তাব পেয়েছি এবং এই চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত৷''

১৯৮৯ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত সময়কালে ওয়াকার পাকিস্তান দলের হয়ে ৮৭টি টেস্ট এবং ২৬২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন৷ তিনি বলেন, ২০১১ সালের বিশ্বকাপ পর্যন্ত কোচ হিসেবে দায়িত্ব পালনের প্রস্তাব রয়েছে তাঁর কাছে৷

অবশ্য তাতেই সন্তুষ্ট ওয়াকার ইউনুস৷ জানালেন, এটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ যেকোন দলের বিরুদ্ধে জেতার জন্য প্রয়োজনীয় মেধা এবং সুপ্তশক্তি পাকিস্তান দলের রয়েছে৷

পাকিস্তানের অপর সাবেক ক্রিকেটার ইন্তেখাব আলম সর্বশেষ দেশটির প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন৷ এই বছরের নভেম্বর পর্যন্ত তাঁর চুক্তির মেয়াদ থাকা সত্ত্বেও ওয়াকারকে দিয়ে তাকে বদলাচ্ছে ক্রিকেট বোর্ড পিসিবি৷

পরিসংখ্যান বলছে, ১৯৯৫ সাল থেকে এখন পর্যন্ত পিসিবি কোচ বদলেছে অন্তত ১৪ বার৷ এর মধ্যে ইংল্যান্ডের সাবেক খেলোয়াড় বব উলমার সবচেয়ে বেশি সময় মানে ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন৷ যদিও তাঁর ইতি হয়েছিল ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ চলাকালীন সময়ে মৃত্যুর মধ্য দিয়ে৷ এই মৃত্যু নিয়ে বিতর্ক রয়েছে৷

এদিকে, পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিভিন্ন ক্রিকেট সিরিজের জন্য প্রয়োজনে বিদেশী বিশেষজ্ঞ নিয়োগের বিষয়ে ভাবছে পাকিস্তান৷

তবে, বিদেশী বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে কাজ করতে কোন আপত্তি নেই বলে জানিয়েছেন ওয়াকার৷ খুব শীঘ্রই বিষয়টি চূড়ান্ত করতে তিনি পাকিস্তানে যেতে পারেন বলেও জানিয়েছেন৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন