1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে বোমা হামলায় নিহতের সংখ্যা বাড়ছে

৬ নভেম্বর ২০১০

পাকিস্তানের দুটি মসজিদে বোমা হামলার পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে৷ এদিকে আফগানিস্তানে আবারও আফগান সেনার হাতে বিদেশি সেনার মৃত্যুর ঘটনা ঘটলো৷

https://p.dw.com/p/Q0VH
Pakistan Anschlag Sufi Heiligtum
পাকিস্তানে একের পর এক বোমা হামলা হচ্ছেছবি: AP

জুমার সময় হামলা

শুক্রবার জুমার নামাজের সময় দারা আদেম খেল এলাকার দুটি মসজিদে বোমা হামলা হয়৷ একটি মসজিদে গ্রেনেড হামলা হলে চারজন মুসল্লি প্রাণ হারান৷ ভয়াবহ হামলাটি হয় এরপরপরই অন্য একটি মসজিদে৷ আত্মঘাতী শরীরে বোমা বেধে এই হামলা চালায়৷ বোমাটি এতই শক্তিশালী ছিল যে মসজিদের তিন পাশের দেয়াল প্রায় ধসে গেছে বিস্ফোরণে৷ পুরো মসজিদ হয়ে পড়ে রক্তাক্ত এবং পরিণত হয় একটি ধ্বংসস্তুপে৷ সেখানে এখন পর্যন্ত মৃতের সংখ্যা সর্বমোট ৭২ জন বলে জানা গেছে৷ আহত হয়েছে অনেক মানুষ৷ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ বার্তা সংস্থা এএফপিকে বলেছেন ঘটনার পরপরই অনেক লোক তাদের নিহত স্বজনের লাশ নিয়ে গেছে৷ তাই প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে৷ নিহতদের মধ্যে ১১টি শিশুও রয়েছে বলে জানা গেছে৷ পুরো এলাকা ভারী হয়ে উঠেছে নিহতদের স্বজনদের আহাজারিতে৷ পুরো এলাকাবাসী আতঙ্কে রয়েছেন৷ স্থানীয় নেতৃবৃন্দের অনেকে এই বোমা হামলার জন্য জঙ্গিদের দায়ী করছেন৷ তবে এখন পর্যন্ত তালেবান বা স্থানীয় জঙ্গি গোষ্ঠীদের কাছ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি৷

Afghanistan Waffen Sicherheitsfirmen
আফগান সেনাদের হাতেই প্রাণ যাচ্ছে বিদেশি সেনাদেরছবি: picture-alliance/dpa

আবারও সেমসাইড

এদিকে আফগানিস্তানে আবারও আফগান সেনার হাতে বিদেশি সেনা নিহত হওয়ার ঘটনা ঘটেছে৷ ন্যাটো দুই সেনার মৃত্যুর খবর নিশ্চিত করলেও তাদের পরিচিতি জানানো হয়নি৷ সাধারণত ন্যাটোর পক্ষ থেকে নিহত সেনার জাতীয়তা বলা হয় না৷ তবে এক ন্যাটো কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে যে নিহতরা মার্কিন মেরিন সেনা৷ জানা গেছে, শুক্রবার এক আফগান সেনার গুলিতে তারা প্রাণ হারায়৷ এই ঘটনার পরপরই রাতের অন্ধকারে ওই আফগান সেনা পালিয়ে গেছে বলে জানা গেছে৷ তবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলছেন যে এই ঘটনা অনিচ্ছাকৃত৷

ন্যাটোর তদন্ত শুরু

ন্যাটো জানিয়েছে যে, ইতিমধ্যে এই ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে৷ অভিযুক্ত আফগান সেনার সঙ্গে তালেবান গোষ্ঠীর কোন সংযোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে৷ তবে এই ধরণের ঘটনা এখনই প্রথম নয়৷ কারণ গত জুলাই মাসেও একই ধরণের ঘটনা দুইবার ঘটেছিল৷ সেসময় এক আফগান সেনার গুলিতে প্রাণ দেয় দুই মার্কিন বেসামরিক নাগরিক, অন্যবার প্রাণ দেয় তিন ব্রিটিশ সেনা৷ এছাড়া গত নভেম্বর মাসেও এক আফগান পুলিশের গুলিতে নিহত হয় পাঁচ ব্রিটিশ সেনা৷ অর্থাৎ বিদেশি বাহিনীর হাতে প্রশিক্ষিত আফগান সেনাদের হাতেই এখন প্রাণ যাচ্ছে বিদেশি সেনাদের৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই