1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে এক শীর্ষ জঙ্গির ভাইয়ের মৃত্যুর খবর

১৯ ফেব্রুয়ারি ২০১০

আল-কায়দা সমর্থিত জঙ্গি নেতা মোহাম্মদ হাক্কানি পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে৷ এদিকে, আটক তালেবান নেতা মোল্লা বারাদারকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে না বলে জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ৷

https://p.dw.com/p/M5yO
ফাইল ফটোছবি: AP

পাকিস্তানের করাচিতে আটক তালেবান শীর্ষ নেতা মোল্লা আব্দুল গনি বারাদারসহ অপর দুই জঙ্গিকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে না বলে জানিয়েছে পাকিস্তান৷ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী রেহমান মালিক এই তথ্য জানিয়ে বলেছেন, মোল্লা আব্দুল গনি বারাদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷

তবে, বিশ্লেষকরা মনে করছেন, মোল্লা বারাদারের মাধ্যমে আফগানিস্তানের তালেবান জঙ্গিদের সঙ্গে শান্তি আলোচনার চেষ্টা করা হতে পারে৷ এই প্রসঙ্গে পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআই এর সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আসাদ মুনির জানান, মোল্লা বেরাদার অনেক বছর ধরে তালেবানের আমির ছিলেন৷ আমার মনে হয়, তালেবান জঙ্গিদের সঙ্গে শান্তি আলোচনায় তাকে কাজে লাগানো হতে পারে৷

Flash-Galerie US Militär Afghanistan
ছবি: AP

মোল্লা বারাদারকে আটকের পর আরো অন্তত ৩৬ জন তালেবান জঙ্গিকে পাকিস্তানের বিভিন্ন শহর থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি৷ তবে, আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানায়নি দেশটির নিরাপত্তা বাহিনী৷

এদিকে, উত্তর ওয়াজিরিস্তানের ডান্ডি ডার্পা খেল এলাকায় মার্কিন ড্রোন বিমান থেকে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন হাক্বানি জঙ্গি চক্রের শীর্ষ নেতা সিরাজুদ্দিন হাক্কানি ভাই মোহাম্মদ হাক্কানি৷ এসময় আরো তিন জঙ্গি প্রাণ হারান বলে প্রকাশ৷ একাধিক সংবাদ সংস্থার দাবি, হাক্কানি গ্রুপে তেমন সক্রিয়া না থাকলেও বিদেশী জঙ্গিদের আশ্রয় দিত মোহাম্মদ৷

হাক্কানি জঙ্গি চক্র মূলত আফগানিস্তানে আল-কায়দা এবং তালেবান গোষ্ঠীর সহযোগিতা বিভিন্ন জঙ্গি হামলা চালিয়ে থাকে৷ আফগানিস্তানে মার্কিন এবং ন্যাটো বাহিনীর উপর চালানো একাধিক হামলার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি গোয়েন্দা সংস্থাগুলোর৷ আর তাই এই জঙ্গি চক্রের মূল উৎপাটনে বেশ কিছুদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান এবং মার্কিন বাহিনী৷ গত বছর এক ড্রোন হামলায় নিহত হয় হাক্কানি পরিবারের কয়েক সদস্য৷ কিন্তু সেসময় প্রাণে বেঁচে যান দুই ভাই সিরাজুদ্দিন ও মোহাম্মদ হাক্কানি৷

Konvoi von US-Marines in Afghanistan Flash-Galerie
ছবি: AP

ইতিমধ্যে মোহাম্মদ হাক্কানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তালেবান জঙ্গি গোষ্ঠীর এক নেতা৷ জানিয়েছেন, মোহাম্মদ হাক্কানি আর তাঁর তিন সহযোগী বৃহস্পতিবারের ক্ষেপনাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছে৷ নেক দারাজ নামধারী অপর এক তালেবান সমর্থক জানিয়েছেন, তালেবান এবং হাক্কানি পরিবারের জন্য এটি বেশ বড় ক্ষতি৷ একইসঙ্গে এই মৃত্যুর প্রতিশোধ নিতে আফগানিস্তানে ন্যাটো ও মার্কিন বাহিনীর উপর হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি৷

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীও মোহাম্মদ হাক্কানির মৃত্যুর খবর নিশ্চিত করেছে৷

প্রসঙ্গত, গতমাসে লন্ডনে আফগানিস্তান সম্মেলনের পর তালেবান এবং আল-কায়দা বিরোধী অভিযান বেড়েছে আফগানিস্তান ও পাকিস্তানে৷ আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে জোর অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী৷ সেইসঙ্গে পাকিস্তানের তালেবান অধ্যুষিত এলাকাগুলোতে চালানো হচ্ছে ড্রোন হামলা৷ গত কয়েকদিনে ড্রোন হামলায় বেশ কয়েকজন তালেবান জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গেছে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আবদুস সাত্তার