1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১২ জন নিহত, আহত ৩০

৫ মার্চ ২০১০

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ২ শিশু এবং ৪ জন নারীসহ ১২ জন নিহত হয়েছে৷ আহত হয়েছে কমপক্ষে ৩০ জন৷ শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের হাঙ্গু এলাকায় শিয়া মুসলমানদের একটি গাড়ি বহরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়৷

https://p.dw.com/p/MLLI
ফাইল ছবিছবি: AP

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো এই খবর দিয়েছে৷ পুলিশ কর্মকর্তা ইসলামুদ্দিন খান জানান, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে শিয়া মুসলমানদের গাড়ি বহরে হামলা চালানো হয়৷ এতে কমপক্ষে পাঁচটি গাড়ি বিধ্বস্ত হয়েছে৷ বিস্ফোরণের ফলে ছড়িয়ে পড়া আগুন নেভাতে নিরাপত্তা কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ শিয়া গাড়ি বহরে থাকা জাভেদ হোসাইন জানিয়েছেন, ‘‘বড় ধরণের বিস্ফোরকসহ আমাদের গাড়ি বহরে হামলা চালানো হয়৷ এখানে সর্বত্র বিশৃঙ্খলা৷ আমি নিজেই চারটি মৃতদেহ পড়ে থাকতে দেখেছি৷ এছাড়া চার জন নারীকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷''

উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মির চমন খান বলেন, ‘‘নিরাপত্তা বাহিনীর পাহারায় ২০ টি বাসে করে শিয়া মুসলমানরা প্রধান সড়ক দিয়ে যাওয়ার সময় একজন আত্মঘাতী হামলাকারী ঐ বহরের উপর গাড়ি বোমা হামলা চালায়৷'' গাড়ি বহরটি খুররম নগরীর দিকে যাচ্ছিল৷ হতাহতদের অধিকাংশই খুররম নগরীর শিয়া মুসলমান৷

স্থানীয় সাংসদ মুফতি জানান আহমেদ জানিয়েছেন, ‘‘হামলার ধরণ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে, শিয়া-সুন্নি দ্বন্দ্বের জের হিসেবে এই হামলা চালানো হয়েছে৷'' উল্লেখ্য, পাকিস্তানে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে সংঘাতে ১৯৮০ সালের পর থেকে চার হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে৷ এর মধ্যে ২০০৭ সালের জুলাই থেকেই বোমা হামলা এবং আত্মঘাতী সন্ত্রাসী হামলাই নিহত হয়েছে প্রায় তিন হাজার পাকিস্তানি৷ সুন্নি মুসলমানদের সাথে পাকিস্তানর তালেবান জঙ্গি গোষ্ঠীর সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়৷

এদিকে, আফগান সীমান্তের কাছে পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় সামরিক অভিযানে কমপক্ষে ৩০ জন জঙ্গি নিহত হয়েছে শুক্রবার৷ পাকিস্তানি নিরাপত্তা বাহিনী সূত্রে এই দাবি করা হয়েছে৷ আধাসামরিক সীমান্ত রক্ষী বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, মোহমান্দ জেলায় সরকারি বাহিনী তালেবান জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হেলিকপ্টার থেকে গোলা বর্ষণ করলে এই হতাহতের ঘটনা ঘটে৷ মোহমান্দ জেলার শমরকান্দ নিরাপত্তা তল্লাশি ঘাঁটিতে জঙ্গি হামলায় দুই জন সৈন্য নিহত হওয়ার একদিন পর সামরিক বাহিনীর পক্ষ থেকে এই অভিযান চালানো হলো৷

প্রতিবেদক : হোসাইন আব্দুল হাই

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক