1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানকে ঘিরে আবারো ম্যাচ কেলেঙ্কারির অভিযোগ

১৮ সেপ্টেম্বর ২০১০

আবারো পাকিস্তানের ক্রিকেট ম্যাচের উপর নামলো খড়্গ৷ এবার অভিযোগ ওভালে পাকিস্তান এবং স্বাগতিক ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডে ম্যাচটিকে ঘিরে৷

https://p.dw.com/p/PFca
দলনায়ক শাহীদ আফ্রিদীছবি: AP

স্পট ফিক্সিং, ম্যাচ পাতানো নানাবিধ কেলেঙ্কারির বোঝা মাথায় নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ শুরু হয়েছে৷

ইতিমধ্যে টানা দুই ম্যাচ হারের পর ঘুরে দাঁড়ানোর সুযোগও হয়েছে পাকিস্তানের গত শুক্রবার৷ ওমর গুলের দুর্দান্ত পারফর্মেন্সে এই সেই ম্যাচে জিতে যায় তারা৷

কিন্তু এখন সমস্যাটি বেঁধেছে এক অভিযোগকে কেন্দ্র করে৷ ক্রিকেট নিয়ে যারা বেটিং করেন, সেই বুকিরা নাকি আগেই জেনে গিয়েছিল খেলার প্যার্টানটা কি হবে তা! কি করে জানলো এই বিষয়টি? মাথা ঘামাচ্ছে এবার স্বয়ং আইসিসি বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল৷

ক্রিকেটের জন্য বিশেষ ওয়েবসাইট ক্রিক ইনফো এই সংবাদটুকু দিয়ে আরও জানাচ্ছে, কোন হেলাফেলা নয়, একেবারে পুরোদস্তুর তদন্তে নেমেছেন আইসিসি৷ বুকিদের এই কারসাজির তথ্যটি প্রথমে তাদের কাছে আসে একটি উড়ো টেলিফোনের বরাত দিয়ে দ্য সান ম্যাগাজিনে প্রকাশিত সংবাদের কল্যাণে৷

যিনি এই সংবাদটি সান-কে দিয়েছিলেন সেই ব্যক্তি জানিয়েছেন, ম্যাচ শুরু হবার আগেই ম্যাচের আদ্যপান্ত নাকি জেনে গিয়েছিলো দুবাই ভিত্তিক এক উঁচুদরের ক্রিকেট জুয়াড়ি৷ তারপর খেলা নিয়ে লাখো ডলারের জুয়া! এখন এই বিষয়টি নিয়েই হচ্ছে চলছে বেশ আলোচনা৷ তবে এই কথিত কেলেঙ্কারির সঙ্গে নাকি জড়িত পাকিস্তানের ওয়ান ডে স্কোয়াডের কয়েক সদস্য৷

তদন্ত শুরু হয়ে গেছে৷ তাই এই সময়ে এ নিয়ে কোন মন্তব্য করতে নারাজ আইসিসির কর্মকর্তারা৷ পাকিস্তানি কর্মকর্তারাও এ বিষয়ে তাদের মন্তব্য দিতে অপারগ৷ দলের কাপ্তান শাহীদ আফ্রিদীও মুখে তালা এঁটে আছেন৷ কেবল ছোট্ট করে তাঁর মন্তব্য, সবই গাঁজাখুরি গপ্প৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আরাফাতুল ইসলাম