1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানকে অবিশ্বাস্য জয় এনে দিয়ে সরব রাজ্জাক

১ নভেম্বর ২০১০

‘‘আমি আশা করি, এটা আমাদের ক্রিকেট জগতে বিরাজমান মেঘ কিছুটা সরাবে এবং সাম্প্রতিক সময়ের বিতর্ক এবং পরাজয়ের ফলে হারানো উদ্যম ফিরে আসবে৷’’ আবুধাবিতে অবিশ্বাস্য শতক এবং দলের জয়ের পর এমনই প্রত্যাশা আব্দুর রাজ্জাকের৷

https://p.dw.com/p/PvWE
Pakistan, batsman, Abdul, Razzaq, Pakistan, ক্রিকেট, রাজ্জাক, পাকিস্তান
সাফল্যের পর ভক্তদের উদ্দেশ্যে রাজ্জাক (ফাইল ছবি)ছবি: AP

১০৯ রানের শতক এবং দলকে অভাবনীয় জয় এনে দিয়ে আব্দুর রাজ্জাক আরো বললেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক উইকেটে জয় পাকিস্তান ক্রিকেটকে চাঙ্গা করবে আর সমালোচকদের মুখ বন্ধ করতেও সহায়ক হবে৷ রাজ্জাক বলেন, ‘‘কোন বিতর্ক উঠলেই কিংবা একটি অথবা দু'টি খেলায় হারলেই আমাদের বিরুদ্ধে একেবারে হৈচৈ শুরু হয়ে যায়, এটা ঠিক নয়৷ আমি ভক্তদের অনুরোধ করবো, দয়া করে আমাদের উপর ভরসা রাখুন, যাতে করে আমরা নিজেদের আরো উপরে ওঠাতে পারি৷''

১৯৯৫ সালে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক করা রাজ্জাক নিজের খেলা সম্পর্কে বলেন, ‘‘আমি এমনভাবে খেলি যেন এটিই আমার শেষ ম্যাচ৷'' তবে নিজের কিছুটা ক্ষোভের কথাও বলতে ছাড়েননি তিনি৷ বললেন, ‘‘আমি মনে করি ব্যাটিং এবং বোলিং দু'টোর ক্ষেত্রেই আমাকে পুরোপুরি কাজে লাগানো হয় না৷ বিশেষ করে, আমার জন্য ব্যাটিং স্পট এখনও স্থায়ী হয়নি৷''

আসন্ন বিশ্বকাপ আসরের জন্য পাকিস্তানের প্রস্তুতি সম্পর্কে আশাবাদী রাজ্জাক বলেন, ‘‘আমরা একটা ভালো দল এবং বিশ্বকাপের জন্য আমাদের বেশ ভালো সমন্বয় রয়েছে৷ ক্রিকেটের এই মহাআসরে আমরা ভালোই করতে পারবো৷'' অবশ্য ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত গত বিশ্বকাপে মাঠে ছিলেন না রাজ্জাক৷

যাহোক, রবিবার দ্বিতীয় একদিনের ম্যাচে ৭২ বলে শতক গড়েন রাজ্জাক৷ দশটি ছয় এবং সাতটি চার হেঁকে ঝড়ের বেগে জয় ছিনিয়ে আনেন দলের জন্য৷ ফলে পাঁচ ম্যাচের সিরিজে এখন দুই দলের অবস্থান ১-১৷ মঙ্গলবার দুবাইতে আবারও মাঠে নামবে তারা তৃতীয় ম্যাচের লড়াইয়ে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য