1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাঁচদিন পর্যন্ত কার্যকর খাওয়ার বড়ি ‘এলা’

১৪ আগস্ট ২০১০

নতুন খাওয়ার বড়ি ‘এলা’৷ পাঁচদিন পর্যন্ত কার্যকর এটা৷ অর্থাৎ যৌন মিলনের পর বাচ্চা না চাইলে নারীরা খেতে পারেন এটা৷ এর আগে বাজারে যেটা পাওয়া যেত সেটার কার্যকারিতা ছিল সর্বোচ্চ তিনদিন৷

https://p.dw.com/p/OnlM
ছবি: picture alliance/dpa

অবশ্য নতুন বলাটা মনে হয় ঠিক হলোনা৷ কারণ ইউরোপের বাজারে এটা পাওয়া যাচ্ছে গত বছরের মে মাস থেকে৷ তবে যুক্তরাষ্ট্রে বাজারে প্রবেশের সুযোগ হচ্ছিলনা এলা'র৷ কারণ অনেক যাচাই বাছাই করা হয়ে সেখানে৷ অবশেষে নিরাপত্তা ও কার্যকারিতা পরীক্ষা করে তবেই ছাড়পত্র দিয়েছে যুক্তরাষ্ট্রে ফুড অন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ৷

আর এফডিএ পরীক্ষায় পাশ করা মানে আসলেই এলা কার্যকর৷ এ বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রের বাজারে আসবে এটি৷ তবে দাম এখনো নির্ধারিত হয়নি৷ ফ্রেঞ্চ কোম্পানি এইচআরএ ফার্মা এলা'র প্রস্তুতকারক৷

এর আগে যে বড়ির কার্যকারিতা তিনদিন পর্যন্ত ছিল সেটার নাম প্ল্যান-বি৷ প্রেসক্রিপশন ছাড়াই ১৭ বছরের যে কেউ দোকান থেকে কিনতে পারে প্ল্যান-বি৷ কিন্তু এলা কিনতে হলে লাগবে প্রেসক্রিপশন৷

তবে ইতিমধ্যে এলাকে নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গেছে৷ রিপাবলিকানরা এটাকে জন্ম নিয়ন্ত্রণ বড়ি না বলে গর্ভপাতের বড়ি বলেই মনে করছে৷ এছাড়া এটা একাধিক যৌন সম্পর্কে লিপ্ত হওয়াটাকে আরও উৎসাহিত করবে বলেই তাঁদের ধারণা৷ একই ধারণা রক্ষণশীলদেরও৷

কিন্তু ডেমোক্রেট সহ নারীদের নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা এলার পক্ষে কথা বলছেন৷ তাঁদের মতে, এটা পরিবার পরিকল্পনার ক্ষেত্রে আরও জোরালো ভূমিকা রাখবে৷ এছাড়া জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতির ব্যর্থতা ঢাকতে ও ধর্ষিত নারীদের জন্য উপকারী হবে এই এলা৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সাগর সরওয়ার