1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পর্যটক আকর্ষণের কেন্দ্র

১৩ নভেম্বর ২০১৩

ব্ল্যান্ড, ডাল এবং বোরিং – তিনটি দেশের তিনটি স্থান৷ পর্যটন কেন্দ্র হিসেবে তিনটি দেশের এই তিনটি স্থান একসাথে কাজ করছে৷ নামে রসহীন, ক্লান্তিকর বা একঘেয়েমিতে ভরা মনে হলেও সেটাই তো মূল আকর্ষণ৷

https://p.dw.com/p/1AFxH
Title: Towns in the south Author: Theme categories: Agriculture Geographic category: Venezuela, South America Image Date: 01 January 2006 Publisher: Programa Andes Tropicales English description: Program on rural tourism and production of forest coffee at the 'Los Andes' mountains
ছবি: Programa Andes Tropicales

আপনার মনে হতে পারে কোনো ব্যক্তি সম্পর্কে ব্যবহৃত হচ্ছে এই তিনটি শব্দ – ব্ল্যান্ড, ডাল আর বোরিং৷ কিন্তু বাস্তবে তা নয়৷ যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যের একটি বিশেষ সম্প্রদায়ের নাম অনুসারে গ্রামের নাম বোরিং, যেটি পরবর্তীতে পর্যটকদের অন্যতম প্রিয় স্থান হয়ে ওঠে৷

পরে এর সাথে পর্যটন সম্পর্ক গড়ে ওঠে স্কটল্যান্ডের ডাল গ্রামের৷

তাই অস্ট্রেলিয়া আর পিছিয়ে থাকে কেন? তারাও যুক্ত হল এই পর্যটন সম্প্রদায়ে৷ যোগ করল তাদের প্রত্যন্ত একটি গ্রাম ‘ব্ল্যান্ড শায়ারকে৷

মঙ্গলবার ব্ল্যান্ড শায়ারের মেয়র নিল পোকোনি রয়টার্সকে জানান, ডাল আর বোরিং-এর পর্যটন সম্পর্ক সম্পর্কে যখন তাঁরা জানতে পারেন, তখন ভাবতে থাকেন – যদি ব্ল্যান্ড, ডাল আর বোরিং-এর মধ্যে পর্যটন সম্পর্ক গড়ে ওঠে, তাহলে মন্দ হয় না৷

স্কটিশ হাইল্যান্ডের ডাল গ্রাম এবং যুক্তরাষ্ট্রের ওরেগনের বোরিং-এর সাথে সিডনি থেকে ৫০০ কিলোমিটার দূরে ব্ল্যান্ড শায়ার গ্রামটির যুক্ত হওয়ার বিষয়টি এ সপ্তাহে নিশ্চিত হয়েছে৷

ব্ল্যান্ড শায়ারের জনসংখ্যা মাত্র ৬ হাজার এবং এটি সোনার খনির জন্য বেশ পরিচিত৷ ১০ বছর আগে, একজন স্থানীয় ব্যক্তি সেখানে স্বর্ণ খনিটি চালু করে, যা সেখানকার অর্থনীতির চেহারা বদলে দেয়৷ এছাড়া কৃষি খামারের জন্যও জায়গাটির সুনাম রয়েছে৷

অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন-এর প্রথম ব্যক্তি ছিলেন উইলিয়াম ব্ল্যান্ড৷ তিনি মুম্বইতে ডুয়েল লড়ে এক ব্যক্তিকে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন৷ তাঁর নামেই গ্রামটির নাম হয়েছে ব্ল্যান্ড শায়ার৷ পোকোনি জানান, ডাল-এর চেয়ে আয়তনে ব্ল্যান্ড বেশ বড়, কিন্তু বোরিং ব্ল্যান্ড-এর চেয়েও আরো বড়৷

এপিবি/এসবি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য