1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘অপরিচিত' ছবি তোলেন শ্যোলার

আন্টিয়ে বিন্ডার/এআই৬ ফেব্রুয়ারি ২০১৫

মার্টিন শ্যোলার ছবি তোলেন৷ পৃথিবীর বিখ্যাত মানুষদের ছবি৷ তবে তাঁর ছবিগুলো গতানুগতিক ধারার নয়৷ বরং সমসাময়িক ফটোগ্রাফির জগতে এক মাইলফলক রচনা করেছেন শ্যোলার৷

https://p.dw.com/p/1EVyO
Snapshot Camarote.21
মার্টিন শ্যোলারছবি: DW

বাথরোব পরা ইগি পপকে দেখার কথা ভেবেছেন কখনো? কিংবা কেমন হবে যদি সাবওয়েতে দেখা যায় অস্কারজয়ী রবার্ট ডেনিরোকে৷ আর স্ট্রেইট জ্যাকেটে অভিনেতা ক্রিস্টোফ ভালৎসের কথা ভাবাই যায় না৷

আলোকচিত্রী মার্টিন শ্যোলার পরিচিত মানুষদের অপরিচিত ছবি তুলে ধরেন৷ কাজটা সহজ নয়৷ তিনি বলেন, ‘‘সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আইডিয়া তৈরি করা৷ আর আমার আইডিয়াগুলো বাস্তবায়ন প্রায়ই কঠিন হয়ে যায়৷ মাঝেমাঝে তা অনেকটাই বিষয়ের উপর নির্ভর করে৷ সুতরাং আইডিয়াগুলো এমন হতে যা তাদের সঙ্গে মানানসই৷ কেননা তাঁরা তাঁদের প্রতিচ্ছবি এগুলোর মধ্যে দেখতে চান৷''

‘স্টেরিওটাইপ' নিয়ে খেলতে ভালোবাসেন মার্টিন শ্যোলার৷ যেমন ভয়ংকর সব ছবির পরিচালক কোয়েনটিন টারানটিনোকে তিনি ফুটিয়ে তুলেছেন শান্তির পায়রার মাঝে৷ আর বিশ্বখ্যাত স্কেটবোর্ডার টনি হককে নিয়ে গেছেন তাঁর রান্নাঘরে৷

Snapshot Camarote.21
মার্টিন শ্যোলারের তোলা বিখ্যাত একটি ‘ক্লোজ আপ' ছবি...ছবি: DW

গত ১৫ বছর ধরে মার্টিন শ্যোলারের তোলা ছবি এখন বার্লিনের সিডাব্লিউসি গ্যালারিতে প্রদর্শন হচ্ছে৷ সেখানের ৬০টির মতো ছবি রয়েছে, যার কয়েকটিতে শিল্পীর ভোগবাদী মনোভাবও ফুটে উঠেছে৷

২০০৫ সালে তাঁর ছবি সিরিজ ‘ক্লোজ আপ'-এর মাধ্যমে প্রথম আলোচনায় আসেন মার্টিন শ্যোলার৷ বিশ্বখ্যাত মার্কিন ম্যাগাজিনগুলোও তাকে দিয়ে ছবি তুলিয়েছে৷ তিনি ছবি তোলার ক্ষেত্রে নিয়ন লাইট ব্যবহার করেন যা তাঁর ট্রেডমার্কে পরিণত হয়েছে৷

শ্যোলার বলেন, ‘‘ক্লোজ আপ ছবির ক্ষেত্রে আমি এমন এক সময় ছবিটি তোলার চেষ্টা করি যখন আমার বিষয় বা ‘সাবজেক্ট' পুরোপুরি সচেতন নন৷ ছবি তোলার সময় গান বাজতে থাকে, আমি সারাক্ষণ কথা বলতে থাকি৷ মাঝে মাঝে তারা আমার প্রশ্নের উত্তর দেন৷ আমি তাঁদের হাসানোর চেষ্টা করি৷ আর এ সবের মধ্যেই ছবি তুলতে থাকি৷ আমার লক্ষ্য থাকে সেই সময়ের ছবি তোলা যখন তারা হাসি থামিয়ে আবারো ‘সিরিয়াস' হওয়ার চেষ্টা করেন৷''

দুই বছর আগে জমজদের নিয়ে একটি পোট্রেট সিরিজ তৈরি শুরু করেন শ্যোলার৷ তিনি এবং তাঁর দর্শক, সকলের জন্যই এগুলো মজার৷ তিনি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই নয়, ইউরোপেও জনপ্রিয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান