1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরমাণু দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ বিল নিয়ে সংসদে উত্তেজনা

১৫ মার্চ ২০১০

ভারত-মার্কিন অসামরিক পরমাণু চুক্তি কার্যকর করার আগে পরমাণু দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের সংস্থান রাখা জরুরি৷ সেই উদ্দেশ্যে সোমবার সংসদে বিল পেশ করতে গিয়ে বিরোধী পক্ষের তীব্র আপত্তির মুখে পিছিয়ে এল সরকার৷

https://p.dw.com/p/MTfb
প্রথমে নারী সংরক্ষণ বিল – তারপর পরমাণু দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ সংক্রান্ত বিল নিয়ে বিপাকে পড়েছে কংগ্রেস নেতৃত্বছবি: AP

ভারত-মার্কিন অসামরিক পরমাণু চুক্তির বাস্তবায়নে পরমাণু দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ তথা দায়বদ্ধতা সুনিশ্চিত করা জরুরি৷ সেই উদ্দেশ্যে সংসদের নিম্নকক্ষ লোকসভায় আনীত বিলটির বিভিন্ন ধারা নিয়ে বিরোধী পক্ষের জোরালো আপত্তির প্রেক্ষিতে বিলটি সোমবার পেশ না করার সিদ্ধান্ত নেন সরকার৷ বিজেপির কার্যনির্বাহী চেয়ারম্যান এল.কে আডবানি জানতে চান,সরকার বিলটি পেশ করতে গিয়েও কেন পিছিয়ে গেলেন, তা সংসদকে জানানো হোক৷

পরমাণু দুর্ঘটনা তথা তার দায়বদ্ধতা সংক্রান্ত আইন ছাড়া কোন মার্কিন কোম্পানি ভারতকে পরমাণু সাজসরঞ্জাম দিতে চাইছেনা৷ তারা চাইছে আইন করে এই বিষয়ে দায়বদ্ধতা এবং ক্ষতিপূরণের পরিমাণ নির্দ্দিষ্ট করা হোক৷ বিলের বর্তমান সংস্থান অনুযায়ী ৫০০ কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেবে পরমাণু অপারেটর, এক্ষেত্রে সরবরাহকারী সংস্থা৷ অবশিষ্ট পরিমাণ দেবে সরকার৷ এখানেই বিরোধী পক্ষের আপত্তি৷ তাদের অভিযোগ মার্কিন সরকারের চাপেই সরকার এটা মেনে নিয়েছে৷ এমন কী, ম্যানুফ্যাকচারিং ত্রুটি থাকলেও সরবরাহ কোম্পানিকে তার দায় বহন করতে হবেনা৷

প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী পৃথ্বিরাজ চৌহান সোমবার সংবাদ মাধ্যমকে বলেন, দুর্ঘটনা হলে তার তদন্তের জন্য বসানো হবে কমিশন৷ কমিশনের রায় হবে চূড়ান্ত ও বাধ্যতামূলক৷ কেউ দুর্ঘটনার শিকার হলে তাঁকে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হবেনা ক্ষতিপূরণের জন্য৷

সিপিআই(এম) সাংসদ বাসুদেব আচার্য্য ডয়েচে ভেলেকে বলেন, সরবরাহকারী সংস্থার দেয় ক্ষতিপূরণের পরিমাণ মাত্র ৫০০ কোটি টাকায় সীমিত থাকতে পারেনা৷ দ্বিতীয়ত দুর্ঘটনার শিকার হলে উপযুক্ত ক্ষতিপূরণের জন্য কেউ আদালতে যেতে পারবেনা এটা আরো মারাত্মক৷ কিছুতেইএটা মেনে নেওয়া যায়না৷ সিপিআই সাংসদ গুরুদাস দাসগুপ্ত ডয়েচে ভেলেকে বলেন, ‘‘আমরা ঐ বিল প্রত্যাহারের দাবি জানাবো৷''

উল্লেখ্য, প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং আগামি মাসে ওয়াশিংটন যাচ্ছেন৷ মিলিত হবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে৷ তার আগে বিলটি যাতে পাশ হয় তার জন্য তিনি বিশেষ আগ্রহী৷

প্রতিবেদকঃ অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনাঃ আব্দুল্লাহ আল-ফারূক