1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী হাতোয়ামা

২ জুন ২০১০

মাত্র ৮ মাস ক্ষমতায় থাকার পর পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোয়ামা৷ গত নির্বাচনের তাঁর জয় যেমন বিস্ময়কর ছিল, তেমনি এত দ্রুত পদত্যাগও বিস্ময়ের জন্ম দিয়েছে৷

https://p.dw.com/p/Nfka
ইউকিয়ো হাতোয়ামা (ফাইল ফটো)ছবি: AP

একদিকে জাপান-যুক্তরাষ্ট্র সম্পর্ক, অন্যদিকে জোট সরকারের টানাপোড়েন৷ এই দু'য়ের মধ্যে সম্পর্ক রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত পদত্যাগই বেছে নিলেন জাপানের প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোয়ামা৷ বুধবার হঠাৎই তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে বসেন৷ হাতোয়ামা বলেন, আমি এই পদ থেকে ইস্তফা দিতে যাচ্ছি৷

পদত্যাগের ঘোষণা প্রদানকালে হাতোয়ামাকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল, ছিলেন অশ্রুসিক্ত৷ কিন্তু কী করার আছে তাঁর? ওকিনাওয়া শহর থেকে মার্কিন সামরিক ঘাঁটি অপসারণের পূর্বাপর প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হন তিনি৷ এই ঘটনার জের ধরে তাঁর জোট সরকার থেকে বেরিয়ে যায় জাপানের সামাজিক গণতন্ত্রী দল এসপিডি৷ এরপর হাতোয়ামাকে ক্ষমতা থেকে সড়ে দাঁড়ানোর আহ্বান জানায় তাঁর গণতন্ত্রী দল ডিপিজের কয়েক নেতা৷ নিরুপায় হাতোয়ামা তাই বলেন, আমি মার্কিন যুক্তরাষ্ট্র আর জাপানের মধ্যকার সম্পর্ক নিয়ে যেমন সচেতন, তেমনি বর্তমান জোট সরকার থেকে এক মিত্রের দলত্যাগের দায়ও অস্বীকার করতে পারিনা৷

শুধু প্রধানমন্ত্রীর পদ নয়, ডিপিজের শীর্ষ পদ থেকেও সড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হাতোয়ামা৷ একইসঙ্গে জানিয়েছেন, ডিপিজের মহাসচিব ইকিরো ওজাওয়া-ও তাঁর সঙ্গে পদত্যাগ করছেন৷

এদিকে, জাপানের নতুন প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা৷ ক্ষমতাসীন ডিপিজে আগামী শুক্রবার নতুন শীর্ষ নেতা নির্বাচনের জন্য বৈঠক ডেকেছে৷ আর এই নেতাই হবেন, পরবর্তী প্রধানমন্ত্রী৷

তবে, এখন পর্যন্ত যা খবর, তাতে জাপানের বর্তমান উপ-প্রধানমন্ত্রী এবং অর্থ মন্ত্রী নায়োটা কান ডিপিজের শীর্ষ পদের জন্য নির্বাচনের ইচ্ছা প্রকাশ করেছেন৷ ৬৩ বছর বয়স্ক কান বলেন, আগামী শুক্রবার দলীয় নির্বাচনে অংশ নেবার কথা আমি আগেই প্রধানমন্ত্রীকে জানিয়েছি৷

প্রসঙ্গত, ওকিনাওয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি সরানোয় ব্যর্থ হওয়ায় ইউকিয়ো হাতোয়ামার জনপ্রিয়তা ব্যাপক হারে কমে যায়৷ সর্বশেষ এক জনমত জরিপে দেখা যাচ্ছে, আগের চেয়ে হাতোয়ামা সরকারের সমর্থন কমেছে ১৭ শতাংশ৷ তাই গত চার বছরে চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করলেন হাতোয়ামা৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আবদুস সাত্তার