1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নয়ার পেয়েছেন স্বীকৃতি আর ভালোবাসা

স্টেফান নেস্টলার/এসি১৮ জানুয়ারি ২০১৫

ক্রিস্টিয়ানো রোনাল্ডো আবার বিশ্বের সেরা ফুটবলার হলেন৷ দ্বিতীয় স্থানে লিওনেল মেসি৷ তৃতীয় জার্মানির বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা গোলরক্ষক মানুয়েল নয়ার৷ দুঃখজনক, বলছেন ডয়চে ভেলে-র ক্রীড়া সম্পাদক স্টেফান নেস্টলার৷

https://p.dw.com/p/1ELdi
Manuel Neuer
ছবি: Clive Rose/Getty Images

নির্বাচনের পর তার ফলাফল নিয়ে ঘ্যানঘ্যান করাটা ভালো দেখায় না – বিশ্বের সেরা ফুটবলার বাছাইতে তো নয়ই৷ পর্তুগালের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো যে ‘‘বাল দ'র'' বা ‘সোনার বল' জিতেছেন, তাতে আপত্তির কিছু নেই৷ দ্বিতীয় স্থানাধিকারী লিওনেল মেসি-র প্রতিভাও অনস্বীকার্য৷ রোনাল্ডো ২০১৪ সালে যেমন স্প্যানিশ লিগ তেমন চ্যাম্পিয়নস লিগে গোলের ফুলঝুরি ঝরিয়েছেন এবং চ্যাম্পিয়নস লিগ খেতাব জিতেছেন৷ কিন্তু রোনাল্ডো বা মেসি, দু'জনের কেউই বিশ্বের সেরা খেতাবটি জিততে পারেননি, যার নাম বিশ্বকাপ৷ সেটি জিতেছেন মানুয়েল নয়ার৷

Stefan Nestler
ডয়চে ভেলে-র ক্রীড়া সম্পাদক স্টেফান নেস্টলারছবি: DW

স্টপারের পুনর্জন্ম

ব্রাজিলে জার্মানির সাফল্যে নয়ার-এর একটা বিরাট অবদান ছিল৷ প্রি-কোয়ার্টার ফাইনালে আলজেরিয়ার বিরুদ্ধে, কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে অথবা ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে নয়ার যদি এ ভাবে গোলের পর গোল না আটকাতেন, তাহলে হয়তো জার্মান দলকে খেতাব ছাড়াই দেশে ফিরতে হতো৷

গত বিশ্বকাপে নয়ার দেখান যে, তিনি আধুনিক গোলরক্ষকের সেরা নিদর্শন৷ তিনি গোললাইনে অনতিক্রম্য এবং গোলরক্ষক হিসেবে তাঁর প্রতিক্রিয়া বিদ্যুৎগতি – শুধু তাই নয়, তিনি হলেন একজন খেলোয়াড়-গোলরক্ষক, এক হিসেবে তাঁকে দলের স্টপার বলা চলতে পারে: অনেক সময় তিনি ব্যাক লাইনের পরিবর্তে নিজেই মাঝমাঠ অবধি এসে বল ক্লিয়ার করে যান৷ এবং যেহেতু পেনাল্টি এরিয়ার বাইরে হাত দিয়ে বল ধরার উপায় নেই, সেহেতু নয়ার-কে অন্যান্য খেলোয়াড়দের মতোই কিছু কিছু বুনিয়াদি ফুটবল দক্ষতা প্রদর্শন করতে হয়েছে৷

গোলপোস্টের রোনাল্ডো

মানুয়েল নয়ার এই আধুনিক গোলরক্ষণের শৈলি আবিষ্কার করেননি, কিন্তু তিনি এই শৈলিকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন, যেখানে বিশ্বের বাদবাকি গোলরক্ষকরা তাঁর আদর্শ অনুসরণ করতে পারবেন৷ কিন্তু সব সত্ত্বেও গোলরক্ষকের স্থান গোললাইনে, দুই গোলপোস্টের মাঝখানে৷ অপরদিকে জনতার যা মনে থাকে, তা হল রোনাল্ডো কিংবা মেসি-র গোল করা৷ এ ভাবেই খেলা জেতা হয়, ফুটবলে সেরা খেলোয়াড়ের খেতাব জেতা যায়৷ কাজেই মানুয়েল নয়ার-এর মতো বিশ্বসেরা গোলরক্ষককে দুনিয়ার ফুটবলমোদীদের স্বীকৃতি আর ভালোবাসা নিয়েই খুশি থাকতে হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য