1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘নোরাডের সঙ্গে আর্থিক বিষয়টি ১২ বছর আগেই নিষ্পত্তি হয়েছে’

১২ ডিসেম্বর ২০১০

ঢাকায় ফিরে রোববার এক সংবাদ সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূস বলেন, নোরাডের সঙ্গে আর্থিক বিষয়টি ১২ বছর আগেই নিষ্পত্তি হয়েছে৷ এ নিয়ে কোন বিতর্ক নেই৷

https://p.dw.com/p/QWUu
Muhammad, Yunus, মুহাম্মদ, ইউনূস, নোবেল, Nobel, Bangladesh, Finance, Grameen, Bank, Politics, Economics, বাংলাদেশ, অর্থ, আত্মসাত, রাজনীতি
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ড. মুহাম্মদ ইউনূসছবি: DW

আর তিনি গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ কল্যাণ'এ অর্থ সরিয়েছিলেন খরচ বাঁচাতে, ব্যক্তি স্বার্থে নয়৷

গত ৩০ নভেম্বর ক্ষুদ্র ঋণের ফাঁদ নামে একটি তথ্য চিত্র দেখান হয় নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে৷ তাতে বলা হয়, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস চুক্তির শর্ত ভঙ্গ করে ১০ কোটি মার্কিন ডলার গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ কল্যাণ নামে একটি প্রতিষ্ঠানে সরিয়েছেন৷

ড. ইউনূস সংবাদ সম্মেলনে বলেন, তারা আপত্তি করায় ১২ বছর আগেই তাদের অর্থ ফেরত দেয়া হয়েছে৷ এ নিয়ে আর কোন বিতর্ক নেই৷ আর ট্যাক্স ফাঁকি দেয়ার জন্য নয়, দরিদ্র মানুষের খরচ কমাতেই তিনি এ কাজ করেছেন৷

তিনি বলেন নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে তাঁকে অর্থ আত্মসাতকারী বলা না হলেও বাংলাদেশের সংবাদ মাধ্যম তা করেছে৷ যা তাঁকে কষ্ট দিয়েছে৷

ড. ইউনূস সংবাদ মাধ্যমের সহযোগিতা চেয়ে বলেন, সবাই মিলে এখন এগিয়ে যেতে হবে৷ তিনি সামাজিক ব্যবসার মাধ্যমে পত্রিকা ও টেলিভিশন চালুর কথাও বলেন৷

প্রধানমন্ত্রীর সমালোচনার সরাসরি কোন জবাব দেননি তিনি৷ আর রাজনীতিতে প্রবেশের আর কোন চিন্তাও করছেন না বলে জানান৷

ড. ইউনূস বলেন, পল্লী ফোন এখন আর কার্যকর নেই৷ গ্রামীণ ব্যাংকের সুদের হার সবচেয়ে কম, শতকরা ২০ ভাগ৷ তবে এই ক্ষুদ্র ঋণ যে দারিদ্র্য বিমোচনে শতভাগ কার্যকর হয়েছে তা তিনি নিজেও মনে করেন না৷ তবে তিনি মনে করেন ক্ষুদ্র ঋণের প্রয়োজনীয়তা কখনোই শেষ হবেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান