1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেমৎসভ-এর হত্যার প্রতিক্রিয়া

২ মার্চ ২০১৫

বিরোধী রাজনীতিক বরিস নেমৎসভ-এর হত্যাকাণ্ড রাশিয়াকে চিরকালের জন্য বদলে দিয়েছে: সোমবার এই ছিল রুশ মিডিয়ার মনোভাব, কয়েকটি ক্রেমলিন-পন্থি পত্রপত্রিকা বাদে৷

https://p.dw.com/p/1Ejjh
Russland Moskau Gedenkmarsch Mord Nemzow
ছবি: Reuters/T. Makeyeva

রবিবার ৭০ হাজার মানুষ মস্কোর কেন্দ্রীয় এলাকায় মিছিল করেন; যা আদতে প্রতিবাদ মিছিল হবার কথা ছিল, তা পরিণত হয় শোক মিছিলে৷ কমারসান্ট পত্রিকা বলেছে, ২০১১ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন যখন আবার ক্রেমলিনে প্রত্যাবর্তন করেন, তখন তার বিরুদ্ধে বিরোধীপক্ষের গণপ্রতিবাদেও এতো মানুষ সামিল হননি৷

নেমৎসভ-এর হত্যাকাণ্ড এমন একটি ‘‘মনস্তত্বগত সীমা অতিক্রম করেছে যে, এর পরে রাশিয়া বদলে যেতে বাধ্য'', লিখেছে ভেদোমস্তি বিজনেস ডেইলি তার প্রথম পাতায় প্রকাশিত সম্পাদকীয়তে৷

‘‘নেমৎসভ-এর বিমূঢ় করা হত্যাকাণ্ডের পর বহু মানুষ বলেছেন, আমরা যেন অন্য একটা দেশে জেগে উঠেছি'', লিখেছে গাজেটা.রু ওয়েবসাইট; নেমৎসভ-এর স্মরণে রবিবারের মিছিলকে বলা হয়েছে ‘‘ভয়ের বিরুদ্ধে মিছিল''৷

Russland Trauermarsch zum Gedenken an Boris Nemzow am 01.03.2015
রবিবার ৭০ হাজার মানুষ মস্কোর কেন্দ্রীয় এলাকায় মিছিল করেন; যা আদতে প্রতিবাদ মিছিল হবার কথা ছিল, তা পরিণত হয় শোক মিছিলেছবি: Sergei Gapon/AFP/Getty Images

‘‘বলতে কি, অন্তত এক বছর ধরে আমরা এমন একটা দেশে বেঁচে আছি, যেখানে অন্যভাবে চিন্তা করাটা বিশ্বাসঘাতকতার সমতুল বলে গণ্য করা হয় এবং কিছু মানুষ সেজন্য হত্যা করতেও রাজি৷ মাত্র গতকাল অবধি যারা কথা দিয়ে হত্যা করছিল, আজ তারা বুলেট দিয়ে হত্যা শুরু করেছে'', লিখেছে গাজেটা.রু৷

নোভাইয়া গাজেটা পত্রিকা নেমৎসভ-এর হত্যাকে বর্ণনা করেছে ‘পয়েন্ট অফ নো রিটার্ন' হিসেবে, ‘‘রুশ অভ্যন্তরীণ রাজনীতির স্থিতিশীলতার এমন একটি ব্যাপক হানি, যার ফলশ্রুতি ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়''৷

তবে জনপ্রিয় ক্রেমলিনপন্থি ট্যাবলয়েড কমসোমোলস্কায়া প্রাভদা-র মতে নেমৎসভ-কে রাজনৈতিক কারণে হত্যা করা হয়নি, কেননা রাশিয়ায় ‘‘বহু মানুষকে অর্থের জন্য হত্যা করা হয়, রাজনীতির জন্য নয়''৷

কমারসান্ট পত্রিকা মন্তব্য করে যে, নেমৎসভ-এর হত্যাকাণ্ড সারা বিশ্বে রাশিয়ার ভাবমূর্তিকে প্রভাবিত করবে, এবং ঠিকমতো তদন্ত না হলে মস্কোর প্রতি কড়া নীতির সমর্থকরা আরো ভালো যুক্তি পাবে৷

চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সংযোগ বিশিষ্ট গ্লোবাল টাইমস ট্যাবলয়েড তার সম্পাদকীয়তে বলেছে, নেমৎসভ-এর হত্যাকাণ্ড রাশিয়ার জাতীয় ঐক্যের ব্যাপক হানি ঘটিয়েছে৷ পত্রিকাটি সাধারণভাবে রাজনৈতিক হত্যাকাণ্ডের নিন্দা করেছে৷

অপরদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আজ সোমবার জেনেভায় মিলিত হয়েছেন ইউক্রেন সম্পর্কে আলাপ-আলোচনার জন্য৷ ফটোগ্রাফারদের সামনে প্রথম সাক্ষাতে দু'জনে করমর্দন করেছেন বটে, তবে হাসেননি অথবা বিশেষ কথাবার্তা বলেননি৷

এসি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য