1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেদারল্যান্ডসের চ্যানেলে দুই জলযানের সংঘর্ষ, একজন নিখোঁজ

২২ অক্টোবর ২০১০

নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরের ৩০ কিলোমিটার দক্ষিণে আমস্টারডাম-রাইন ক্যানালে জার্মান একটি মালবাহী জাহাজ এবং একটি ছোট যাত্রীবাহী ফেরির সংঘর্ষের খবর জানিয়েছে ডাচ পুলিশ৷

https://p.dw.com/p/Pl3Z
Brouwergracht in Amsterdam
আমস্টারডামের চ্যানেলছবি: AP

শুক্রবার আমস্টারডামের কাছের এই খালের ডাচ অংশে মালবাহী বড় একটি জার্মান জাহাজ যাত্রীবাহী একটি ফেরিকে আঘাত হানলে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে৷ দুর্ঘটনা সম্পর্কে ডাচ পুলিশ জানিয়েছে, জার্মান এই মালবাহী জাহাজটি ছোট আকারের ফেরিকে আঘাত করলে সেটি উল্টে যায়৷

জানা গেছে, জলযান দুটির মুখোমুখি সংঘর্ষে কোন হতাহতের ঘটনা না ঘটলেও দুর্ঘটনার পর থেকে যাত্রীবাহী ফেরির ক্যাপ্টেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না৷ তিনি এরপর থেকেই নিখোঁজ রয়েছেন৷

এদিকে ডাচ পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, জলযানদুটির মুখোমুখি সংঘর্ষের সময় বেশ কয়েকজন যাত্রী এবং যাত্রীবাহী ফেরির ক্যাপ্টেন ছিটকে পড়ে গিয়েছিলেন৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মালবাহী জাহাজটির ধাক্কায় ছোট্ট এই যাত্রীবাহী ফেরিটি রীতিমতো উল্টে গিয়েছিল৷ জানা গেছে, নিঁখোজ ক্যাপ্টেনের খোঁজে চ্যানেলটি সাময়িকভাবে নৌচলাচল বন্ধ রাখা হয়েছে৷

ডাচ পুলিশ কর্তৃপক্ষ আরো জানিয়েছে, তাৎক্ষণিকভাবে বিশেষ ক্যামেরার সহায়তা নিয়ে ঘটনাস্থলটির আশেপাশে উদ্ধারকর্মীরা ছিটকে পড়া নিখোঁজ ক্যাপ্টেনের সন্ধানে জলের নীচেও তল্লাশি চালিয়েছেন৷ কিন্তু এই ক্যামেরায় কোন ব্যক্তিকেই তারা খুঁজে পাননি৷ নিখোঁজ কাপ্তানের খোঁজে এখনো তল্লাশি চলছে বলেই পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন৷

পুলিশ ইতোমধ্যেই জার্মান জাহাজর ক্যাপ্টেন মাতাল অবস্থায় ছিলেন কিনা সে পরীক্ষা সম্পন্ন করেছে৷ পরীক্ষায় জানা গেছে, ক্যাপ্টেন প্রকৃতিস্থ অবস্থাতেই ছিলেন৷

এদিকে ফেরি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পর ৪ ঘন্টা পেরিয়ে গেছে৷ এখনো পর্যন্ত আমরা এর নিখোঁজ ক্যাপ্টেনের কোন খোঁজ পাইনি৷ আমাদের মনে হচ্ছে তাঁকে সম্ভবত আমরা আর খুঁজে পাব না৷ আমরা খারাপ কিছুই আশংকা করছি৷

৭২ কিলোমিটার দীর্ঘ ক্যানালটি আমস্টারডাম শহরকে যুক্ত করেছে রাইন নদীর সঙ্গে৷ এটি খুবই ব্যস্ত একটি নৌপথ৷

প্রতিবেদন: হুমায়ূন রেজা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক