1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচনোত্তর সহিংসতা নিয়ে রিপোর্ট বিএনপি’র প্রত্যাখ্যান

২৯ এপ্রিল ২০১১

২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট প্রত্যাখ্যান করেছে বিএনপি৷ আজ এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মওদুদ আহমেদ দাবি করেন, এই তদন্ত রিপোর্ট সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবে৷

https://p.dw.com/p/116U1
ফাইল ছবিছবি: DW

২০০১ সালের অক্টোবরে ৮ম জাতীয় সংসদ নির্বাচনের পর ব্যাপক সহিংস ঘটনা ঘটে৷ ঘটে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা৷ ওই নির্বচনে বিএনপি-জামাত জোট জয়ী হয়েছিল৷ বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সহিংস ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয় হাইকের্টের নির্দেশে৷ কমিটি ২৪শে এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট পেশ করে৷ রিপোর্টে বলা হয় ওই ঘটনা ছিল চরম অমানবিক এবং এর জন্য বিএনপির নেতা কর্মীরা দায়ী৷ নির্যাতিতদের রক্ষায় উদ্যোগ না নেয়ার অভিযোগে তখনকার তত্ত্বাবধায়ক সরকারকেও দায়ী করা হয়৷

আজ এক দলীয় সংবাদ সম্মেলনে বিএপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, তদন্ত কমিটি সরকারের ক্রীড়নক হিসেবে কাজ করেছে৷ বিএনপি নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে তাদের জনসমক্ষে হেয় করাই এই রিপোর্টের উদ্দেশ্য৷ বিএনপির জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার এই ষড়ডন্ত্র করছে বলে তাঁর অভিযোগ৷

ব্যারিস্টার মওদুদ বলেন, মার্কিন প্রতিবেদনে বর্তমান সরকারের সময়ে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিষয় প্রকাশ পেয়েছে৷ তাই নিজেদের দোষ আড়াল করতে সাম্প্রদায়িকতার মত স্পর্শকাতর বিষয় নিয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রেরই অংশ এই তদন্ত রিপোর্ট, অভিযোগ তাঁর৷

নির্যাতনের দায়ে তদন্ত রিপোর্টে অভিযুক্ত দক্ষিণাঞ্চলের বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন৷ তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই সময় নির্যাতন এবং সহিংস ঘটনার কথা স্বীকার করলেও নিজের দায় এড়িয়ে যান৷ বিএনপি নেতারা আশঙ্কা করছেন, এই তদন্ত রিপোর্ট অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক