1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় কি কারচুপির ফল?

২৪ নভেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কি কারচুপি হয়েছে?  উইস্কনসিন, মিশিগান ও পেনসিলভেনিয়া- এই তিন রাজ্যে সাইবার হামলার ফলে ভোটগণনায় গোলমাল হয়ে থাকতে পারে বলে বিশেষজ্ঞরাই আশঙ্কা প্রকাশ করেছেন৷

https://p.dw.com/p/2TAIO
হিলারি ক্লিনটন
ছবি: Reuters/B. Snyder

এই বিশেষজ্ঞদের মাঝে নির্বাচন সংক্রান্ত আইনজীবী ও ডাটা বিশেষজ্ঞও আছেন৷ তাঁদের নেতৃত্ব দিচ্ছেন ভোটাধিকার বিষয়ক অ্যাটর্নি জন বোনিফাজ ও কমপিউটার বিজ্ঞানী জে. অ্যালেক্স হ্যালডারম্যান৷ তাঁরা হিলারি ক্লিন্টনের ক্যামপেইন টিমকে সংশ্লিষ্ট তিনটি রাজ্যে মোট ভোটের পুনর্গণনা দাবি করার পরামর্শ দিয়েছেন৷

নিউ ইয়র্ক ম্যাগাজিন প্রথমে বিশেষজ্ঞদের এই আহ্বানের খবর দেয়, যার মূল বক্তব্য ছিল, যেসব কাউন্টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হয়েছে, সেখানে ক্লিন্টন প্রত্যাশার চেয়ে কম ভোট পেয়েছেন৷ কিন্তু কেন? প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প উইস্কনসিন আর পেনসিলভেনিয়ায় জিতেছেন সামান্য কিছু ভোটে, মিশিগানে স্বল্প ব্যবধানে৷

জে. অ্যালেক্স হ্যালডারম্যান মিশিগান বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কমপিউটার সিকিউরিটি অ্যান্ড সোসাইটি কেন্দ্রটির পরিচালক৷ বুধবার ‘মিডিয়াম-'এ পোস্ট করা একটি লেখায় তিনি বিশেষ করে উল্লেখ করেছেন যে, বিশেষজ্ঞ গোষ্ঠীর কাছে সাইবার অ্যাটাক বা ভোটে অনিয়মের কোনো প্রমাণ নেই৷ কিন্তু তা যদি সত্যিই ঘটে থাকে, তাহলে তার লক্ষ্য হতো সম্ভবত এই ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলি, কেননা ইন্টারনেট থাক আর না-ই থাক, মেশিনগুলিকে ম্যালওয়্যার দিয়ে সংক্রমিত করা সম্ভব, যার ফলে তারা ভোটের টোটাল বদলে দেবে৷ অপরদিকে অনেক ভোটিং মেশিন কাগজেও ভোট লিপিবদ্ধ করে, যা পরীক্ষা করে দেখা যেতে পারে, ইলেকট্রনিক টোটালগুলো ঠিক কিনা৷

বিশেষ করে পেনসিলভেনিয়াতে হ্যাকিং করা সবচেয়ে সহজ হবে, কেননা সেখানকার ৯৬ শতাংশ মেশিনে কোনো পেপার অডিট ট্রেইল বা কাগজের রেকর্ড নেই৷ সেক্ষেত্রে উইস্কনসিনের অধিকাংশ কাউন্টির ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলিতে পেপার ট্রেইল আছে৷ আর মিশিগানে তো কাগজের ভোটপত্র  ব্যবহার করা হয়৷

প্রাক-নির্বাচনি সমীক্ষায় ক্লিন্টন তিনটি রাজ্যেই এগিয়ে ছিলেন৷ অপরদিকে তথাকথিত ‘রাস্ট বেল্ট' বা বন্ধ হয়ে যাওয়া কলকারখানা অঞ্চলে ট্রাম্পের অর্থনৈতিক আশাবাদিতা যে সাড়া জাগাবে, সেটা তার ক্যাম্পেইনের লোকেরা ভালোভাবেই জানতেন৷ ট্রাম্প নিজে একাধিকবার পেনসিলভেনিয়ায় ক্যাম্পেইন করেছেন এবং শেষের দিকে উইস্কনসিন ও মিশিগানের উপর জোর দিয়েছেন৷

ওদিকে ভোট পুনর্গণনার আবেদন করার শেষ তারিখ এগিয়ে আসছে তিনটি রাজ্যেই - বলতে কি, আগামী কয়েক দিনের মধ্যেই, যেমন উইস্কনসিনে রিকাউন্টের পিটিশন জমা দেবার শেষ দিন হলো এই শুক্রবার, ২৫শে নভেম্বর, ২০১৬৷

এসি/এসিবি (এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান