1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোটারদের উদ্বুদ্ধ করার প্রচেষ্টা

১৯ মে ২০১৪

আগামী সপ্তাহান্তে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন৷ কিন্তু কিছুতেই ভোটারদের মনে উৎসাহ সঞ্চার করা যাচ্ছে না৷ শেষ মুহূর্তেও রাজনৈতিক নেতারা এই নির্বাচনের গুরুত্ব তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷

https://p.dw.com/p/1C1il
Symbolbild EU Wahl Wahlplakate
ছবি: picture-alliance/dpa

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের আর এক সপ্তাহও বাকি নেই৷ জার্মানিতে ২৫শে মে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন৷ কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশেও এই নির্বাচনকে ঘিরে মানুষের আগ্রহ বাড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না৷ গত শুক্রবার এক জনমত সমীক্ষায় প্রায় ৬২ শতাংশ মানুষ বলেছেন, এই নির্বাচন সম্পর্কে তাঁদের কম বা কোনো আগ্রহ নেই৷ প্রায় ৫৩ শতাংশ ভোট দেবেন না বা দেবেন কিনা তা এখনো স্থির করেননি৷ দুই প্রধান রাজনৈতিক শিবিরের শীর্ষ প্রার্থীদেরও জার্মানির বেশি মানুষ চেনেন না৷ ২৭ শতাংশ মানুষ সামাজিক গণতন্ত্রী প্রার্থী মার্টিন শুলৎস-কে চিনতে পেরেছেন৷ তাঁর প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল শিবিরের প্রার্থী জঁ ক্লোদ ইয়ুংকার-কে চেনেন মাত্র ১৫ শতাংশ৷

শুধু জার্মানি নয়, এই সব উদাসীন ভোটাররা ছড়িয়ে রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সব দেশেই৷ শেষ মুহূর্তে তাঁদের মনে উৎসাহ জোগাতে চলছে নানা উদ্যোগ৷ জার্মান প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক ইটালি ও পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে মিলে ভোটারদের উদ্দেশ্যে ভোট দেবার আবেদন জানিয়েছেন৷ গাউক বলেন, এবারের নির্বাচনে শুধু পার্লামেন্ট নয় ইউরোপীয় কমিশনের প্রধান কে হবেন, তাও স্থির করার সুযোগ রয়েছে৷

রাজনৈতিক দলগুলিও ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ সামাজিক গণতন্ত্রী ও রক্ষণশীল শিবিরের দুই প্রার্থী ব্রাসেলস-এ আরও একটি টেলিভিশন ডুয়েলে অংশ নিয়েছেন৷ তাতে অপেক্ষাকৃত ছোট দলগুলির প্রার্থীরাও উপস্থিত ছিলেন৷ যে যার নিজের ভাষায় বক্তব্য তুলে ধরেন৷ ইউরো সংকট থেকে শুরু করে ইউক্রেনে অস্থিরতার মতো বিষয়ে কে কী করতে চান, তা তুলে ধরার চেষ্টা করেছেন তাঁরা৷ বার বার বোঝানোর চেষ্টা করেছেন, ইউরোপীয় পার্লামেন্ট ও কমিশন এমন সব গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়, যা ইউরোপের মানুষের জীবনযাত্রায় গভীর প্রভাব ফেলে৷ তাই সঠিক প্রার্থীদের বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

এসবি/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য