1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিরাপত্তা ব্যবস্থায় রদবদল করছেন থাই নেতা

১৭ এপ্রিল ২০১০

এই রদবদল চেইন অব কমান্ডকে আরো বেশি কার্যকর ও তরিৎ করতে সহায়তা করবে৷ প্রধানমন্ত্রী বলেন, নতুন এই কর্তৃপক্ষকে আরো সুনির্দিষ্টভাবে বাহিনী ডাকার ক্ষমতা দেয়া হচ্ছে, এতে সন্ত্রাসী কর্মকান্ড সুচারুভাবে মোকাবেলা করা যাবে৷

https://p.dw.com/p/Myqv
লাল জামাদের বিক্ষোভছবি: AP

থাইল্যান্ডে নিরাপত্তা ব্যবস্থায় রদবদল করা হচ্ছে৷ দেশটির প্রধানমন্ত্রী অভিসিৎ ভেজ্জাজিভা থাইল্যান্ডের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব দেশের সেনাবাহিনী প্রধানকে দিতে যাচ্ছেন৷ টেলিভিশনে প্রচারিত এক ভাষণে প্রধানমন্ত্রী ভেজ্জাজিভা বলেন, উপপ্রধানমন্ত্রী সুথেপ থাউগসুবানের জায়গায়, সেনাবাহিনী প্রধান জেনারেল অনুপং পাওজিন্দকে দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার দায়িত্ব দেয়া হবে৷ সরকার বিরোধী লাখ লাখ বিক্ষোভকারী ব্যাংককের কেন্দ্রস্থলে অবস্থান নেয়ার পর প্রধানমন্ত্রী এই ঘোষণা দিলেন৷

শুক্রবার প্রতিবাদকারী নেতাদের গ্রেপ্তারের পুলিশের চেষ্টা ব্যর্থ হয়৷ লাল জামাধারী বিক্ষোভকারীরা সংসদ বাতিল এবং নতুন নির্বাচনের ডাক দেবার জন্যে প্রধানমন্ত্রী অভিসিৎ ভেজ্জাজিভার প্রতি দাবি জানিয়ে আসছেন৷ গত সপ্তাহান্তে শহরের একাংশ থেকে বিক্ষোভকারীদের হটানোর সরকারি চেষ্টা সফল হয়নি৷ ঐ ব্যর্থ বিক্ষোভ দমন চেষ্টায় ২৩ জন নিহত ও ৮'শ জন আহত হন৷

প্রধানমন্ত্রী অভিসিৎ ভেজ্জাজিভা বলেন, বিক্ষোভকারীদের দমনে নেয়া ব্যবস্থা সফল না হওয়ায়, কাঠামোগত বিষয়গুলো নিয়ে সরকারকে ভাবতে হচ্ছে৷ তিনি বলেন, এই রদবদল চেইন অব কমান্ডকে আরো বেশি কার্যকর ও তরিৎ করতে সহায়তা করবে৷ প্রধানমন্ত্রী বলেন, নতুন এই কর্তৃপক্ষকে আরো সুনির্দিষ্টভাবে বাহিনী ডাকার ক্ষমতা দেয়া হচ্ছে, তাহলে সন্ত্রাসবাদ সম্পর্কিত কর্মকান্ড সুচারুভাবে মোকাবেলা করতে পারবে৷

Symbolisches Blutopfer Bangkok Thailand
লাল জামা প্রতিবাদকারীছবি: AP

লাল জামা প্রতিবাদকারী কয়েকজন প্রধান নেতাকে শুক্রবার গ্রেপ্তারের ব্যর্থ চেষ্টার দায়িত্বে ছিলেন উপপ্রধানমন্ত্রী সুথেপ৷ এদিকে জেনারেল অনুপং বলেছেন, থাইল্যান্ডে চলমান রাজনৈতিক সঙ্কট অবসানে, সপ্তাহের প্রথমেই রাজনৈতিক সমাধান প্রয়োজন৷ তিনি বলেন, লাল জামাদের দাবি অনুযায়ি সংসদ বাতিল করলেই এই অবস্থার অবসান ঘটবে, কিন্তু সংসদ কখন বাতিল করা হবে তা নির্ভর করছে আলোচনার ফলাফলের ওপর৷

আরিসমান পংরুয়াংরং একজন প্রতিবাদকারী নেতা৷ তিনি বলেন, লাল জামাদের লক্ষ্য অভিজিৎকে ক্ষমতা থেকে নামানো৷ সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস পংরুয়াংরং-এর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেছে, এটি আসলে সরকার এবং লালা জামাদের মধ্যেকার একটি যুদ্ধ৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা

সম্পাদনা:অরুণ শঙ্কর চৌধুরী