1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘নিরাপত্তা ও জাতীয় স্বার্থ বিবেচনায় নিতে হবে’

১ অক্টোবর ২০১০

আফগানিস্তানে সেনা পাঠানোর মার্কিন অনুরোধ বাংলাদেশ সরকার রাখবে কিনা তা নিয়ে এখন ব্যাপক জল্পনা-কল্পনা চলছে৷

https://p.dw.com/p/PSBe
বাংলাদেশ সেনাবাহিনীছবি: picture-alliance/ dpa

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনিকে এই অনুরোধ জানান মার্কিন যুক্তরাষ্ট্রের আফগানিস্তান এবং পাকিস্তান বিষয়ক বিশেষ দূত রিচার্ড হলব্রুক৷

ডা. দীপু মনি বৈঠকে বিষয়টি তাকে বিবেচনার আশ্বাস দিলেও দেশে সরকারের পক্ষ থেকে এখনো কেউ কোন মন্তব্য করেননি৷

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন৷ দেশে ফিরেছেন পররাষ্ট্র মন্ত্রীও ৷ এ অবস্থায় শাসক দল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং অন্যতম নীতি নির্ধারক ওবায়দুল কাদের শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধ রাখা না রাখা পুরোপুরি সরকারের উপর নির্ভর করে৷ তিনি বলেন, আফগানিস্তানে সেনা পাঠানোর আগে অনেক বিষয় নিয়ে ভাবতে হবে৷ দেশের স্বার্থ ও নিরাপত্তা ছাড়াও বিবেচনায় নিতে হবে দেশের মানুষের আবেগ-অনুভূতি ৷

দেশের মানুষের আবেগ-অনুভূতি বিষয়টি গুরুত্বপূর্ণ মনে করেন বিশ্লেষকরাও৷ নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মুনীরুজ্জামান (অব) বলেন, ন্যাটোর সদস্য তুরস্ক ছাড়া আর কোন মুসলিম দেশ আফগানিস্তানে সেনা পাঠায়নি৷ তাই আফগানিস্তানে সেনা পাঠালে মুসলিম দেশগুলো কীভাবে দেখবে তাও ভাবতে হবে৷

ওবায়দুল কাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েও কথা বলেছেন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ পরিষদের অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার কথা বললেও ওবায়দুল কাদের মনে করেন এটি কোন চিরস্থায়ী ব্যবস্থা নয়৷ তার মতে এই ব্যবস্থার অনেক ত্রুটি রয়েছে যা সংশোধন করা প্রয়োজন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন