1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুলি করেও বাঁচলেন গবেষক!

আরাফাতুল ইসলাম২৯ জানুয়ারি ২০১৬

গবেষণার খাতিরে মানুষ কত কিছুই না করে৷ কিন্তু তাই বলে খুব কাছে থেকে নিজের শরীরের দিকে লক্ষ্য করে গুলি করতে হবে! লোমহর্ষক সেই ঘটনা আবার ভিডিও করে ইন্টারনেটেও ছেড়েছেন তিনি৷ দেখুন৷

https://p.dw.com/p/1HlGQ
Symbolbild Waffe Pistole Revolver
ছবি: Colourbox

গুলি করার ক্ষেত্রে একটু পার্থক্য ছিল৷ পানির নীচে বন্দুকের গুলি কতটা আগাতে পারে, সেটা পরীক্ষা করতে চেয়েছিলেন গবেষক৷ তাই নিজের শরীর সুইমিং পুলের পানিতে ডুবিয়ে দেন তিনি৷ কাছেই পানির নীচে বসানো হয় একটি একে ৪৭ রাইফেল৷ সেটির ট্রিগারের সঙ্গে বাধা রশির আরেকপ্রান্ত দেয়া হয় গবেষক আন্দ্রেয়াস ভাল৷ রশি ধরে টান দিতেই প্রচণ্ড গতিতে একটি গুলি ছুটে যায় আন্দ্রেয়াসের দিকে৷ তারপর কী হলো দেখতে ক্লিক করুন নীচের ভিডিওতে৷

ইউটিউব-এ গত ২৪ জানুয়ারি প্রকাশের পর ভিডিওটি প্রদর্শিত হয়েছে ৩০ লাখের বেশি বার৷ ইতোমধ্যে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জায়গা করে নিয়েছে অধ্যাপকের এই লোমহর্ষক পরীক্ষার খবর৷ তিনি আসলে প্রমাণ করতে চেয়েছেন, পানির উপরে বাতাসে কোনো কিছু নড়াচড়া করা যত সহজ, পানির নীচে অনেকটাই কঠিন৷ কেননা, পানির অণুগুলো বাতাসের তুলনায় অনেক ঘনিষ্ঠভাবে একে অপরের কাছে থাকে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য