1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুকের নতুন সেবা

২৩ ডিসেম্বর ২০১৩

বাজারে টিকে থাকতে নিত্যনতুন নানা সেবা চালু করেছে ফেসবুক৷ তবে শুধু ব্যবহারকারীদের নয়, বিজ্ঞাপনদাতাদেরও নতুন সুবিধা দিচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক নেটওয়ার্ক ওয়েবসাইটটি৷

https://p.dw.com/p/1AeVX
ছবি: dapd

ফেসবুক গত সপ্তাহ থেকে নিউজ ফিডে ভিডিও বিজ্ঞাপন সুবিধা চালু করেছে৷ ‘ডাইভারজেন্ট' নামক একটি সিনেমার ১৫ সেকেণ্ডের ভিডিও বিজ্ঞাপন প্রচার করে এই সুবিধা সকলের জন্য উন্মুক্ত করে ফেসবুক৷ এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘‘গত সেপ্টেম্বর থেকে আমরা ফেসবুকে ভিডিও'র প্রসার আরো বাড়ানোর উপায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছিলাম৷ আমরা তাতে দেখেছি ভিডিও শেয়ার, লাইক এবং মন্তব্যের পরিমাণ বর্তমানের চেয়ে আরো দশ শতাংশ বাড়ানো সম্ভব৷''

ফেসবুকের ভিডিও বিজ্ঞাপন ডেস্কটপ, ল্যাপটপ ছাড়াও মুঠোফোন ডিভাইসেও চলবে৷ তবে যেহেতু ভিডিও ডাউনলোডে বেশি ব্যান্ডউইডথ প্রয়োজন হয়, তাই মুঠোফোনের ক্ষেত্রে শুধুমাত্র উচ্চগতির ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করবে ফেসবুক৷ অর্থাৎ বিজ্ঞাপন লোড হবে ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে, মুঠোফোন নেটওয়ার্ক নয়৷

ফেসবুক জানিয়েছে, ভিডিও বিজ্ঞাপন স্বয়ংক্রিয়ভাবেই নিউজফিডে চালু হবে৷ তবে শব্দ ছাড়া৷ আর ব্যবহারকারী সেটি দেখতে না চাইলে পাতা স্ক্রল করে চলে গেলেই হবে৷

ভিডিও বিজ্ঞাপনগুলোর দৈর্ঘ্য হবে ১৫ সেকেণ্ডের মতো৷ কেউ যদি ফেসবুকের ১৮ থেকে ৫৪ বছর বয়সি সকল ব্যবহারকারীকে একদিন এই বিজ্ঞাপন দেখাতে চায়, তাহলে খরচ হবে দুই মিলিয়ন মার্কিন ডলারের মতো৷

এদিকে, বিশেষজ্ঞরা মনে করছে, ফেসবুক বুড়ো হয়ে গেছে৷ অন্তত তরুণ ইন্টারনেট ব্যবহারকারীদের আচরণ নিয়ে গবেষণারতরা তাই মনে করছে৷ ৩৫ বছরের কম বয়সিরা ফেসবুক ছেড়ে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে ঝুঁকছে৷ গবেষকরা মনে করেন, ফেসবুকে আসলে প্রাপ্তবয়স্ক এবং অল্পবয়সিদের মধ্যে একটি পার্থক্য তৈরি করা প্রয়োজন৷ কেননা স্কুলগামীরা মনে করেন, ফেসবুকে বাবা-মা, শিক্ষক এমনকি ফুটবল কোচের থাকার বিষয়টি ‘‘আনকুল''৷ ফলে তারা বিশ্বাস করতে শুরু করেছে, ফেসবুক আসলে অভিভাবকদের জায়গা৷ ভেন্সলাফ এই বিষয়ে বলেন, ‘‘বাস্তব জীবনেও অল্পবয়সি ছেলে-মেয়েরা সেই সব বার পরিহার করে চলে, যেসবে তাদের বাবা-মায়েরা যান৷''

তবে ফেসবুকের জন্য বিষয়টি এখনো বড় ভাবনার কারণ হয়ে দাঁড়ায়নি৷ যে পরিমাণ ব্যবহারকারী তাদের ছেড়ে যাচ্ছে, তার চেয়ে অনেক বেশি নিয়মিত এই নেটওয়ার্কে যোগ দিচ্ছে৷ আর ৩৫ বছরের বেশি বয়সি বিশ্বস্ত ব্যবহারকারীও ফেসবুকের কম নয়৷

এআই / জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য