1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের সহজ জয়

৯ জানুয়ারি ২০১১

নিউজিল্যান্ডে অনুষ্ঠানরত পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টেস্টের তৃতীয় দিনেই পাকিস্তান ১০ উইকেটে জয়লাভ করেছে৷ নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস টিকেছে ৩৯ ওভারেরও কম সময়৷ ১১০ রানেই অল-আউট হয় স্বাগতিকরা৷

https://p.dw.com/p/zvR3
পাকিস্তান ক্রিকেট দল ( ফাইল ছবি)ছবি: AP

পাকিস্তান দলের শীর্ষস্থানীয় খেলোয়াড় সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে ছাড়া দলটির জন্যে এই বিজয় ছিল খুব জরুরী৷ পাতানো খেলার অভিযোগ সংক্রান্ত তদন্তে এই তিনজনের নাম রয়েছে কেন্দ্রে৷ এই অভিযোগসহ আরো কিছু কেলেঙ্কারির ফলে গত বছরটি ছিল পাকিস্তান ক্রিকেটের জন্যে লজ্জাজনক৷

পাকিস্তান দলের অধিনায়ক মিসবাহ-উল-হক বলেন, এই বিজয়ের মাধ্যমে তার দল প্রমাণ করেছে, যে পাকিস্তানের তিন খেলোয়াড়ের বিরুদ্ধে কাতারে অনুষ্ঠেয় দুর্নীতি দমন শুনানি তাদেরকে খেলা থেকে বিচ্যুত করতে পারেনি৷ তিনি বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত টেস্ট সত্যিই ভালো খেলেছে দল৷ আর তাতেই দলের আস্থা আরো বাড়ে এবং আমরা আরো এক ধাপ এগুতে চেয়েছি এবং এখানকার টেস্ট ম্যাচে জয়লাভ করেছি৷'' এখানে উল্লেখ্য আফ্রিকার বিরুদ্ধে গত টেস্ট ড্র করে পাকিস্তান৷

মিসবাহ-উল-হক বলেন, ‘‘গত পাঁচ/ছয় বছর আমরা কোন টেস্ট সিরিজ জিততে পারিনি৷ আমরা আমাদের ভালো চেয়েছি এবং এই টেস্ট জিতেছি৷''

নিউজিল্যান্ডের অধিনায়ক ডানিয়েল ভেট্টোরি তার দলের খেলাকে ‘দুঃখদায়ক' বলে অভিহিত করেছেন৷ তিনি বলেন, দলের ব্যাটিং ছিল ‘নীরস'৷ ভেট্টোরি বলেন, ‘‘যখন স্থিতিশীলতা এবং জায়গামতো দাঁড়ানোর জন্যে খেলোয়াড় প্রয়োজন তখন আমরা তা পাইনি৷ এটা ছিল সিদ্ধান্তের ভুল''৷

প্রথম টেস্টে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন,আব্দুর রেহমান৷ এই বাঁ-হাতি স্পিনার ২৪ রানে তিনটি উইকেট নেন৷

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৪ উইকেটে ২৩৫ রান করে পাকিস্তান৷ নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করে ২৭৫৷

প্রথম টেস্টটি অনুষ্ঠিত হয়েছে নিউজিল্যান্ডের হ্যামিলটনে৷ দুই ম্যাচ টেস্ট সিজিরের দ্বিতীয়টি শুরু হবে ওয়েলিংটনে, ১৫ জানুয়ারি৷

প্রতিবেদন:ফাহমিদা সুলতানা

সম্পাদনা:আরাফাতুল ইসলাম