1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

না খেয়ে থাকার প্রামাণ্য চিত্র

৯ নভেম্বর ২০১০

কিছু না খেয়ে কী বেঁচে থাকা যায়? কোনো কোনো মানুষের পক্ষে নাকি তা সম্ভব৷ অস্ট্রিয়ার চলচ্চিত্র পরিচালক পেটার আর্থুর শ্ট্রাউবিংগার বিষয়টি নিয়ে মাথা ঘামিয়েছেন বেশ কয়েক বছর৷ নির্মাণ করেছেন একটি প্রামাণ্য চিত্র৷

https://p.dw.com/p/Q2B5
ছবির নাম ‘প্রথমে ছিল আলো’ছবি: Movienet Film GmbH

খাওয়া ছাড়া কী বেঁচে থাকা সম্ভব? এই প্রশ্ন শুনলে বিস্ময় জাগবে, বিশেষ করে পশ্চিমা বিশ্বের মানুষের মনে৷ কেননা সবকিছুই যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করা হয় এখানে৷ কিন্তু প্রাচ্যের যোগী সন্ন্যাসী ছাড়াও কোন কোন মানুষ যে, না খেয়ে বেঁচে থাকতে পারে, সে খবর পাওয়া গেছে নানা সূত্র থেকে৷ আর এ বিষয়টি আকৃষ্ট করেছে অস্ট্রিয়ার চলচ্চিত্র পরিচালক পেটার আর্থুর শ্ট্রাউবিংগারকে৷ কয়েক দশক ধরে সমীক্ষা চালিয়েছেন তিনি বিষয়টির ওপর, সংগ্রহ করেছেন তথ্য উপাত্ত৷ অবশেষে নির্মাণ করলেন প্রামাণ্য চিত্র, ‘আম আনফাং ভার ডাস লিশ্ট' - প্রথমে ছিল আলো৷ তিনি বলেন, ‘‘এটা আমার জন্য বেশ উত্তেজক প্রশ্ন ছিল, সত্যি সত্যি এরকম মানুষ কী আছে? এখন আমি নিশ্চিত যে, হ্যাঁ এরকম আছে৷ সন্দিহান হলেও সমীক্ষার ফলাফল দেখে খুব বিস্মিত চিকিৎসকরা৷ তবে না খাওয়ায় অভ্যস্ত বেশির ভাগ মানুষই এ ব্যাপারে মুখ খুলতে নারাজ, এই ভয়ে যে তাদের প্রতারক মনে করা হতে পারে৷ এ ক্ষেত্রে ভণ্ডামি যে নেই, তা অবশ্য হলপ করে বলা যায়না৷ তবে আমি নিশ্চিত, বিশ্বাসযোগ্য ঘটনাও অনেক আছে৷'' চীনের তাও ধর্ম এবং হিন্দু ধর্মে এই ধরনের ঘটনার বর্ণনা দেয়া হয়েছে হাজার বছর ধরে৷ ক্যাথলিক ধর্মেও উল্লেখ আছে বিষয়টির৷ এ প্রসঙ্গে শ্ট্রাউবিংগার বলেন, ‘‘নানা যুগে ও সংস্কৃতিতে বিষয়টি নিয়ে মাথা ঘামানো হয়েছে৷ শোনা যায় রাজা দ্বিতীয় লুডভিশ মিউনিখের এক ক্লিনিকে এক মহিলাকে আটকে রেখেছিলেন, শুধু জল পান করে বেঁচে থাকার কথা সত্যি কিনা তা পরীক্ষা করার জন্য৷ তবে আধুনিক যুগের পরীক্ষাগুলিই বেশি উত্তেজনাকর৷ সবচেয়ে বেশি সাড়া জাগিয়েছে যোগী প্রণত জনির ঘটনাটি৷ ভিডিও ক্যামেরা দিয়ে নজর রাখা হয়েছিল তাঁর ওপর৷ পরীক্ষা করা হয়েছিল রক্তের ফলাফলও৷''

Übergewicht und Magersucht
বেশি খাওয়া ও অত্যন্ত কম খাওয়ার বদলে মধ্যপন্থাই কি সঠিক পথ নয়?ছবি: PA/dpa

অবিশ্বাস্য হলেও ঘটানাটা সত্যি৷ ক্লিনিকে চিকিৎসকদের তত্ত্বাবধানে কেউ যদি দু সপ্তাহ কোন কিছু না খেয়ে ও না পান করে থাকতে পারেন, তাহলে ধরে নেয়া যায় এ ব্যাপারে অভ্যস্ত এই ব্যক্তি৷ শুধু যে যোগী ও সাধু সন্ন্যাসীরাই খাওয়া ছাড়া থাকতে পারেন তাই নয়, কোনো কোনো সাধারণ মানুষের মধ্যেও দেখা যায় এই ক্ষমতা৷ রাশিয়ার এক নারী খাদ্যের তালিকা থেকে সবকিছু বাদ দিয়েছেন৷ এমনকি কোনো কিছু পানও করছেননা তিনি৷ বাজেলের এক রসায়নবিদ নিজেকে ‘আলো আহারী' বলে অভিহিত করেন৷ তাঁর ভাষায়, ‘‘খাওয়াদাওয়া ছাড়ার পর আমি বেশ ভাল আছি৷ আমার স্বাস্থ্যও ভাল৷ আগের চেয়ে সতেজ এবং সহ্যশক্তিও এখন বেশি৷''

পরিচালক শ্ট্রাউবিংগার যাদের সাক্ষাৎকার নিয়েছেন, তাদের কারোরই খাওয়া দাওয়ার আকাঙ্খাও নেই৷ তবে এ সবই ব্যতিক্রমী ঘটনা, সবার জন্য নয়৷ ‘প্রথমে ছিল আলো' ছবিটি, এক্ষেত্রে যাতে ভুল বোঝাবুঝি না হয়, সে ব্যাপারে সতর্ক করে দিয়েছে৷ কেউ ধ্যানমগ্ন হওয়ার তাগিদে কেউ বা আধ্যাত্মিক প্রেরণা থেকে না খেয়ে থাকার অভ্যাস করে৷ ‘‘আমার কাছে বিষয়টি স্পষ্ট নয়, কেন কোনো কোনো মানুষ না খেয়ে বেঁচে থাকতে পারে, কোনো কোনো মানুষ পারেনা৷ বিজ্ঞানী রিডিং এ ব্যাপারে আলোকপাত করেছেন৷''

China Indien Essen Restaurant
না খেয়ে থাকা বেশিরভাগ মানুষের কাছে কাম্য নয়ছবি: CNC

‘‘সূর্যের আলোকরশ্মি গ্রহণ করে উদ্ভিদ বেঁচে থাকতে পারে এবং প্রাণীজগতের খাদ্যেও সঞ্চিত থাকে সূর্যরশ্মির তেজ৷ তাই বলা যায়, সবশেষে আলোই জীবজগতকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে, তা সে যে কোনো মাধ্যমেই হোক না কেন৷''

বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে নানা ব্যাখ্যা দেয়া সত্ত্বেও আলো থেকে খাদ্যগ্রহণের বিষয়টি এখনও রহস্যঘেরাই রয়ে গেছে৷ যার কোনো যৌক্তিক ব্যাখ্যা দেয়া সম্ভব নয়, আবার অস্বীকার করারও উপায় নেই৷ এমন একটি বিষয়ই তুলে ধরতে চেয়েছেন পরিচালক শ্ট্রাউবিংগার৷ তাঁর ভাষায়, ‘‘আমার ছবিটি আলো থেকে খাদ্য গ্রহণের কোনো প্রচারণা নয়৷ মানুষকে কম বা স্বাস্থ্যসম্মত খাওয়ায় উদ্বুদ্ধ করাও উদ্দেশ্য নয় এই ছবির৷ প্রচলিত পার্থিব দৃষ্টিভঙ্গিকে প্রশ্নের সম্মুখীন করে তোলাই আমার লক্ষ্য৷''

প্রতিবেদন: রায়হানা বেগম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক