‘নারী মুক্তিযোদ্ধা' | পাঠক ভাবনা | DW | 11.03.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘নারী মুক্তিযোদ্ধা'

ডয়চে ভেলের ওয়েবসাইটে মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকারভিত্তিক পাতাটি খুবই আকর্ষণীয়৷ বিশেষ করে নারী মুক্তিযোদ্ধাদের অনেক কথা আছে, যা আমরা জানতে পারছি৷ এ কথা লিখেছেন ঢাকার গুলশান থেকে বন্ধু বিধান চন্দ্র টিকাদার৷

বন্ধু টিকাদার, আপনি আবার ‘ছবি খুঁজুন, পুরস্কার জিতুন' কুইজটি চালু করার প্রস্তাব দিয়েছেন৷ ধন্যবাদ, তবে আপনার প্রস্তাবের উত্তরে জানাই, শেষের দিকে আমরা এই কুইজে সেভাবে সাড়া পাচ্ছিলাম না আর সে কারণেই এই কুইজটি বন্ধ করে দেয়া হয়েছে৷ তাছাড়া প্রতি সপ্তাহান্তেই রয়েছে আমাদের ‘অন্বেষণ' কুইজ প্রতিযোগিতা৷ আপনি কি আপনার বন্ধুদেরসহ ‘অন্বেষণ কুইজ'-এ নিয়মিত অংশ নিচ্ছেন? না নিয়ে থাকলে আগামীতে নেবেন কিন্তু!

‘জার্মানির কারেগারে বৃদ্ধরা' – এ সংক্রান্ত প্রতিবেদনটি পড়ে নানা তথ্য জানতে পারলাম, বিশেষ করে জেলখানাগুলোতে বৃদ্ধদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটা একটা ভয়াবহ ব্যাপার৷ এভাবেই লিখেছেন বন্ধু সোহেল৷ পারিবারিক বন্ধন ছেড়ে কোনো আসামির জেলখানোতে থাকাটা অবশ্যই বড় কষ্টের ব্যপার৷ অনেক সময় হয়ত তাকে দেয়া অন্য বড় কোনো সাজার চেয়ে এটা কষ্টের৷

Freiheitskämpferin Alo Rani Baidyo in Chittagong Bangladesch

‘ডয়চে ভেলের ওয়েবসাইটে মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকারভিত্তিক পাতাটি খুবই আকর্ষণীয়’

জার্মানির মতো দেশে বৃদ্ধদের অপরাধ প্রবণতা বৃদ্ধির ব্যবপারটা ভাবিয়েছে৷ তিনি আরো লিখেছেন, তাছাড়া জেলখানাগুলোতে বয়স্কদের জন্য আলাদা কোনো ব্যবস্থা করে রাখাটা আরো কঠিন কাজ৷ তবে জার্মানির কিছু কিছু জেলখানাগুলো এ ব্যবস্থা আছে জেনে ভালো লাগলো৷ তবে এরচেয়েও বেশি ভালো লাগতো, যদি এরকম কোনো রিপোর্ট পেতাম যার শিরোনাম হতো ‘জেলখানাতে বৃদ্ধের সংখ্যা কমছে'৷

​‘দিল্লি মহিলা পর্যটকদের জন্য কতটা নিরাপদ' – শীর্ষক তথ্যমূলক প্রতিবেদনটি থেকে অনেক তথ্য পেলাম৷ আসলে আমাদের দেশ তথা সমাজে কিছু খারাপ মানুষ আছে, যারা সব সময় সুযোগের অপেক্ষায় থাকে৷ তবে তাদের সেই সুযোগটিকে তারা খারাপ কাজেই লাগায়৷ যেখানে মানুষের আনা-গোনা থাকে সেখানে সুযোগসন্ধানী কিছু লোক থাকে, যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে অপকর্ম করে৷ বিশেষ করে মহিলাদের উপর এদের নজর বেশি থাকে৷ আর বিদেশি মহিলা পর্যটকরা এই সব খারাপ লোকের নানা অপকর্মের শিকার হন৷ এ ব্যাপারে ভারত সরকারের আরো প্রশাসনিক ক্ষমতা বাড়ানো উচিত৷ বিশেষ করে যেসব স্থানে লোকসমাগম হয় সেখানে পুলিশের সংখ্যা বাড়াতে হবে, যদিও পুলিশের দ্বারাও মাঝে মাঝেই অপকর্ম সাধিত হয়৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ সোহেল রানা হৃদয়, ঢাকা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন