1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারী ক্ষমতায়নে কমিউনিটি রেডিও

২৬ ফেব্রুয়ারি ২০১০

নতুন দিল্লির ‘রেডিও –এশিয়া ২০১০’ সম্মেলনে বেতার প্রচারের অপেক্ষাকৃত নতুন শাখা হিসেবে সবার মনোযোগ কেড়ে নেয় সামাজিক ভূমিকা পালনে কমিউনিটি রেডিওর গুরুত্ব৷ নারী ক্ষমতায়নেও কাজ করছে কমিউনিটি রেডিও৷

https://p.dw.com/p/MBEG
কমিউনিটি রেডিও -র দুই মহিলা পরিচালক৷ রিচা শ্রীবাস্তব এবং শার্লি দীপকছবি: DW

ভারতে কমিউনিটি রেডিও শুরু হয় বছর দশেক আগে৷ লাইসেন্স পায় ৪০টি এন জিও৷ কাজ শুরু করে ৮টি৷ নারী ক্ষমতায়নে কমিউনিটি রেডিও কীভাবে কাজ করছে, তার একটা ছবি তুলে ধরেন ভারতে কমিউনিটি রেডিওর দুই মহিলা পরিচালক ডয়চে ভেলের কাছে৷

বেতার প্রচারের বাণিজ্যিক মনোরঞ্জনে শ্রোতারা যখন বুঁদ, তখন নীরবে সামাজিক ভূমিকা পালন করে চলেছে কমিউনিটি রেডিও৷ এর কনসেপ্টটা হলো, ফর দি কমিউনিটি, বাই দি কমিউনিটি মানে সমাজের জনসমষ্টিকে দিয়ে অনুষ্ঠান তৈরি করা, তাদের দিয়ে তাদেরই জন্য প্রচার করা, তাদের মুখের ভাষায়, তাদের নিজের মত করে৷ নারী ক্ষমতায়ন নিয়ে কী ধরণের অনুষ্ঠান কমিউনিটি রেডিও প্রচার করে থাকে, সে বিষয়ে ডয়চে ভেলের সঙ্গে এক সাক্ষাত্কারে জানালেন লক্ষ্ণৌ-এর সি এম এস কমিউনিটি রেডিওর প্রোগ্রাম এক্সিকিউটিভ রীচা শ্রীবাস্তব৷

রীচা শ্রীবাস্তব বললেন, কমিউনিটি রেডিও হলো এক কথায়, কন্ঠহীনদের কন্ঠস্বর৷ যেসব মহিলা ঘরের চার দেওয়ালে বন্দি, শিক্ষার আলো থেকে বঞ্চিত৷ রান্না করা, ঘর সামলানো, বাচ্চা মানুষ করার বাইরে যাদের কোন জীবন নেই, তাদের নিয়ে অনুষ্ঠান প্রচার করি৷ খোঁজ করি তাদের সুপ্ত প্রতিভা৷ সেই প্রতিভা জাগিয়ে তুলি৷ ফিরিয়ে আনি তাদের আত্মবিশ্বাস৷

Grahame Lucas in Radio Asia 2010 New Delhi
রেডিও এশিয়া ২০১০ সম্মেলনে ডয়েচে ভেলের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রাহাম লুকাসছবি: Anil Chatterjee

এই প্রসঙ্গে শিবানীর কথা বললেন কমিউনিটি রেডিওর রীচা শ্রীবাস্তব৷ ১৬-১৭ বছরের শিবানী ৷ পিতৃহীন৷গরীব৷ পোলিওতে পঙ্গু৷ ভীষণ লাজুক৷ ওর কাছে বারংবার গিয়ে বুঝতে পারি ওর মধ্যে আছে কবি প্রতিভা৷ লিখেছে অনেক মর্মস্পশী কবিতা৷ আজ কমিউনিটি রেডিওতে প্রচার করি ওরই মুখে ওরই কবিতা৷ আমাদের একটা মহিলা অনুষ্ঠানের নাম নঈ সুবা মানে নতুন সকাল৷ ঘরে বাইরে মহিলারা নিত্য অত্যাচারিত, লাঞ্ছিত৷ তাঁরা গরিব অশিক্ষিত৷ তাঁরা প্রতিবাদ করতে পারেনা, প্রতিবাদ করতে জানেনা বিশেষ করে গ্রামাঞ্চলে৷ অনুষ্ঠানে সমাজ বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের এনে ওদের জানাই,বোঝাই কি করে মোকাবিলা করতে হবে, কী করে প্রতিবাদ করতে হবে৷ আরেকটি অনুষ্ঠানের নাম সহেলি মানে বন্ধু৷ তাতে থাকে আর্থিক স্বনির্ভরতার কথা, পরিবার পরিকল্পনার কথা, কন্যা ভ্রণ হত্যা, নারী পাচার ইত্যাদির কথা৷ অনুষ্ঠানে যোগ দেন প্রান্তিক গোষ্ঠীর মহিলারা৷

তামিলনাড়ুর হোলি চাইল্ড কমিউনিটি রেডিওর পরিচালক শার্লি দীপক জানালেন, বিজ্ঞান বিষয়ে মহিলাদের মধ্যে সচেতনতা বাড়াতে আমরা একটা অনুষ্ঠান করি৷ নাম পুদিয়া জননম মানে নবজন্ম৷ যেমন সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বাইরে যেতে নেই৷কেন যেতে নেই জানেনা৷ আমরা ডাক্তার, বিজ্ঞানীদের এনে বোঝাই যে, এতে গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে৷

তিনি জানান, মহিলাদের ঋতুকালীন স্বাস্থ্যবিধি পালন খুবই জরুরি বলে সেই নিয়ে অনুষ্ঠান করি৷ কারণ বস্তিবাসীদের টয়লেট নেই৷ তাই তাঁরা পালন করতে পারেননা৷ সেটা কীভাবে পালন করতে হবে বলি৷ আমাদের বিশেষ মহিলা শ্রোতা গোষ্ঠীর মধ্যে রক্তাল্পতার হার বেশি৷ এদের সন্তানও হয় তাই রুগ্ন৷ ঘরোয়া শাক সব্জি থেকে কীভাবে তার প্রতিকার করা যায়, তার উপায় জানাই৷ এই সব অনুষ্ঠানে আশাতীত সাড়া পেয়েছেন বলে জানালেন কমিউনিটি রেডিওর দুই মহিলা পরিচালক৷

প্রতিবেদক : অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক