1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারী উন্নয়ন নীতির প্রতিবাদে সারা দেশে হরতাল

৩ এপ্রিল ২০১১

নারী উন্নয়ন নীতির প্রতিবাদে আজ সারা দেশে হরতাল কর্মসূচি পালন করছে ইসলামী আইন বাস্তবায়ন পরিষদ৷ বিএনপি এই হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে৷ হরতালের নামে কোন অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না দেয়ার ঘোষণা দিয়েছে সরকার৷

https://p.dw.com/p/10mrn
নারী উন্নয়ন নীতির প্রতিবাদেই আজ দেশজোড়া ধর্মঘট৷ ফাইল ছবিছবি: AP

নারী উন্নয়ন নীতিতে সম্পত্তির উত্তরাধিকারে আপত্তি মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে ইসলামী আইন বাস্তবায়ন পরিষদের৷ তাদের কথা এই নীতি বাতিল করতে হবে৷ মুফতি ফজলুল হক আমিনী বলেছেন কোরানের উপর কোন আঘাত সহ্য করা হবে না৷

জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুফতি আমিনী ইসলামের অপব্যাখ্যা দিচ্ছেন৷ তিনি দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চান৷ এ নিয়ে যে কোন পরিস্থিতির দায় দায়িত্ব আমিনীকেই নিতে হবে৷ প্রধানমন্ত্রী বলেন, নারী উন্নয়ন নীতিতে ইসলাম বিরোধী কিছু নেই৷ এই সরকার ইলামের ক্ষতি হয় এমন কোন কাজ অতীতেও করেনি ভবিষ্যতেও করবে না৷ আর ধর্মমন্ত্রী শাহজাহান মিয়া ইসলামী আইন বাস্তবায়ন পরিষদের নেতাদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন৷

বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর বলছেন, এই হরতালে তাদের নৈতিক সমর্থন রয়েছে৷ শিগগিরই বিএনপিও সরকারের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি দেবে৷

ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ জানিয়েছেন, হরতালে সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে৷

এদিকে গতকাল হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে যশোরে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে৷ আহত হয়েছে ৫ পুলিশ৷

প্রতিবেদন : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়