নারীরা কি এখনও স্বাধীন? | পাঠক ভাবনা | DW | 08.03.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

নারীরা কি এখনও স্বাধীন?

৮ই মার্চ, আজকের দিনটি নারীদের মহান দিবস৷ আজ আমরা কতটা স্বাধীন সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি না৷ পুরুষ শাসিত সমাজে মহিলারা স্বাধীনভাবে থাকতে পারছে?

ডয়চে ভেলে থেকে, মোনালিসা অনুষ্ঠান আমি নিয়মিত শুনি, এই অনুষ্ঠান আমার জীবনে অনেক উপকারে লেগেছে৷ কত মহিলার বেদনার বিষয় ডয়চে ভেলে তুলে ধরছে শ্রোতাদের মাঝে৷ আমার জানার ইচ্ছা, প্রতি বছর ঘটা করে আন্তর্জাতিক নারী দিবস পালিত হবে৷ কিন্তু কার্যকর কতটা হবে সেটাই দেখা দরকার৷ অপর্ণা চ্যাটার্জি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত৷

রাত পোহালেই ৮ই মার্চ আন্তর্জাতিক শতবর্ষের মহিলা দিবসে ডয়চে ভেলে পরিবারের প্রত্যেক মহিলাকে আমাদের শ্রদ্ধা রইল৷ দেশমাতৃকা প্রসাদ রায় , মাম্পী রায় ও দেদীপ্যমান রায়, পাইকর, বীরভূম, ভারত৷

ডয়চে ভেলের সাথে শ্রোতাদের সম্পর্ক বাড়ানোর জন্য প্রত্যেক বিভাগীয় শহরে শ্রোতা সম্মেলন করতে অনুরোধ করছি৷ এতে ডয়চে ভেলের মান অনেক বাড়বে বলে দৃঢ় বিশ্বাস৷ ০০৮৮০১৭২৯৯৩৮৩২৬

সাত তারিখের রাতের অধিবেশনে আমার ইমেল পড়ে শোনানোতে আমি খুশি হয়েছি৷ আমি ডয়চে ভেলের একজন নিয়মিত শ্রোতা৷ আপনাদের ওয়েবসাইট আমার ভালো লাগছে৷ আরও ভালো লাগছে আপনাদের ওয়েবসাইটে আপনাদের ছবি দেখে৷ জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা, বাংলাদেশ৷

আমি ডয়চে ভেলের নিয়মিত শ্রোতা৷ আপনারা বিশ্বকাপের তথ্য তুলে ধরছেন বলে ধন্যবাদ৷ শাহানুর রহমান, তাবুনিয়া, পাবনা, বাংলাদেশ৷

আমার মনের স্টেশনে ঘণ্টা বাজে আটটার সনে৷ টিকটিক ভালবাসা, কাটে না মনের দূর আশা, তবু চাই তোমার ভালবাসা৷ ভুলতে পারবো না তোমার স্মৃতি৷ তাই যত দিন থাকবো আমি তোমায় মনে রাখবো জানি৷ মোঃ সিরাজুল ইসলাম, ডে নাইট ডয়চে ভেলে বেতার শ্রোতা ক্লাব, কাশীপুর মনিরের ভিটা, ফুলবাড়ী, কুড়িগ্রাম, বাংলাদেশ ৷

ডয়চে ভেলে ৩০ মিনিটের বেধে দেয়া সময় শুনতে শুনতে কোন পাশ দিয়ে চলে যায় জানতেই পারিনা৷ ৩০ মিনিটের অনুষ্ঠান শুনে মন ভরছেনা আমার৷ কি বলবো কষ্টের কথা৷ মোঃ নাজমুল শাহ, গাইবান্ধা, বাংলাদেশ৷

সংকলন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন