1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারীদের বিরুদ্ধে সিনে জগতের পক্ষপাতিত্ব

৯ মার্চ ২০১০

অস্কার দৌড়ে যেখানে নারীর জয়-জয়কার, সেখানে সম্প্রতি এক সাক্ষাতকারে জয়া বচ্চন বলেছেন, নারীদের ক্ষেত্রে সিনে জগতের পক্ষপাতিত্বের কথা৷

https://p.dw.com/p/MNhD
মূল চরিত্রে বেশি বয়সের নারীদের দেখা যায় না – বলছেন জয়াছবি: AP

জয়া বচ্চন বলেন, অনেক দিন ধরেই তিনি অপেক্ষা করছেন এমন একটি ছবির জন্য যার মধ্য দিয়ে তিনি আবারো ফিরে আসতে পারবেন সিনে জগতে৷ তিনি বলেন, কেন্দ্রীয় চরিত্রে বয়স্ক অভিনেতাদের নিয়ে বা তাঁদের ওপর বিশেষ কাহিনী নির্ভর ছবি তৈরি করা হচ্ছে৷ কিন্তু, কোন নারী অভিনেত্রীকে নিয়ে তা করা হচ্ছে না৷

অমিতাভ বচ্চনের উদাহরণ দিয়ে জয়া বচ্চন বলেন, ৭০ বছর বয়সে অমিতাভ ছবির মূল চরিত্রে অভিনয় করছেন৷ অথচ মূল চরিত্রে সেই একই বয়সের কোন নারীকে নিয়ে ছবি তৈরি হচ্ছে না৷ শুধু তাই নয়, যাঁরা বর্তমানে মধ্য-বয়সি তাঁরাও বিশেষ কাজ পাচ্ছেন না আজকাল৷ যেমন ‘দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবির মূল অভিনেত্রী কাজল৷

এদিকে, কারিনা কাপুর বলেছেন, তিনি এখন বিয়ে করতে চান না৷ কারণ, তিনি তাঁর অভিনয় জীবনে আরও কিছু করতে চান৷ জয়া বচ্চন কিন্তু একথা মানতে রাজি নন৷ তাঁর কথায়, বিয়ে করলে এমন হবে কেন ? ৩০-এর ঘর পার হওয়া অভিনেত্রী রানি মুর্খাজি, প্রীতি জিন্তা কিন্তু মাত্র পাঁচ বছর আগেও বলিউড নিয়ন্ত্রণ করেছেন৷ অন্যদিকে, বলিউড এখনও নিয়ন্ত্রণ করছে চল্লিশ ঊর্ধ্ব শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমারের মত অভিনেতারা৷

অমিতাভ-পত্নী বলেন, শুধুমাত্র রূপালি পর্দায় নয়, ছোট পর্দাতেও নারীর অবস্থা এ রকমই৷ আজকের নারীরা বিয়ের পর শাড়ী পড়েন না, পড়েন না মঙ্গলসূত্র বা ভারী গহনাও৷ বেশিরভাগ নারীই এখন কর্মজীবি৷ তবু টিভিতে তাদের দেখানো হয় চিরায়ত রূপেই৷ দেখানো হয় নারীরা তাদের স্বামীকে নমস্কার করে আর্শীবাদ নিচ্ছে৷ এ যুগে কিন্তু সাধারণত তা চোখেই পড়ে না৷ সিনে জগত একদিকে বয়স্ক নারীদের অবজ্ঞা করছে, অন্যদিকে টেলিভিশনের পর্দায় দেখানো হচ্ছে আদর্শবাদী নারীদের৷ অথচ বাস্তবচিত্র বলছে না সে কথা৷

প্রতিবেদক : আসফারা হক

সম্পাদনা : দেবারতি গুহ